১। গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগল, ‘গোপাল? গোপাল?’ গোপাল ভাঁড় কোনো উত্তর না দিয়ে শুয়েই রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগল, ‘মোড়ল সাহেব, মোড়ল সাহেব।’ এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, ‘কী ব্যাপার, লোকটা মোড়ল সাহেব মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পড়া মাত করছে, তুমি কিছুই বলছ না!’ গোপাল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ‘আহা, ডাকুক না কিছুক্ষণ, পাড়ার লোকজন জানুক আমি মোড়ল হয়েছি।’
(আরও পড়ুন: উইকেন্ডের মজা দ্বিগুণ বেড়ে যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। শেয়াল ধরেছে মুরগিছানাকে। বেচারা কেঁদে-কেটে একাকার। খুব অনুনয়-বিনয় করে সে বলল, ‘আমাকে ছেড়ে দাও, শেয়াল ভায়া। আমি আমার বাবা-মাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে নিয়ে আসব।’
শেয়াল হিসাব করে দেখল, পুঁচকে এই মুরগিছানাকে খাওয়ার চেয়ে বড় দুখানা মোরগ-মুরগি খাওয়া ঢের লাভজনক। সে ছেড়ে দিল মুরগিছানাকে। ছাড়া পেয়ে একছুটে দূরে গিয়ে বলল সে, ‘শেয়াল ভায়া, আমি তোমাকে ঠকিয়েছি। আমার বাবা-মা নেই। আমার জন্ম ইনকিউবেটরে।’
(আরও পড়ুন: উইকেন্ড তো এসেই গেল, এবার তো মজা করতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। উকিল: আপনার জন্ম দিন কবে?
সাক্ষী: ১৫ জুলাই।
উকিল: কোন বছর?
সাক্ষী: প্রতি বছর।
(আরও পড়ুন: ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। স্যার: তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র: বিয়ে।
স্যার: আমি জানতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র: জামাই।
স্যার: আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র: বউ।
স্যার: গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?
ছাত্র: বউ নিয়ে আসব।
স্যার: গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?
ছাত্র: নাতি-নাতনি।
স্যার: হায় ভগবান!… তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র: বিয়ে।
স্যার অজ্ঞান…।
(আরও পড়ুন: ছুটির দিন মানেই আনন্দে থাকার দিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন থাকুক ফূর্তিতে)
৫। এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’
পুলিশ: না।
ভদ্রলোক: তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
পুলিশ: যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।