বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: সপ্তাহের শুরু হোক জবরদস্ত হাসি হেসে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠান অন্যদেরও

Bangla Jokes Collection: সপ্তাহের শুরু হোক জবরদস্ত হাসি হেসে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠান অন্যদেরও

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। 

Viral Bangla Jokes: সপ্তাহের শুরুতে কাজের চাপ আছে? তার ফাঁকে একটু মনভরা হাসি হেসে নিন। পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। 

সপ্তাহের শুরুতে কাজের চাপ থাকা স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও হেসে নিতে হবে প্রাণভরেই। তাহলেই পাওয়া যাবে এনার্জি। তাই আজ পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস। আর প্রাণভরে হাসুন। এই জোকসগুলি বন্ধুদের পাঠিয়ে দিয়ে, তাঁদেরও হাসতে সাহায্য করুন। 

(আরও পড়ুন: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

১। প্রোগ্রামার বর ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে বলল, ল্যাপটপটা দাও না গো, একটু গেম খেলি?

মনিটর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল প্রোগ্রামার, তুমি যখন রান্না করো, আমি কখনও কি হাঁড়িটা খেলার জন্য চাই তোমার কাছে?

(আরও পড়ুন: হাসতে হাসতে ক্লান্তি কাটান! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন বন্ধুদেরও)

২। বান্টি আর রন্টি বনের মধ্যে পথ হারিয়েছে। তারা পথ খুঁজে বেরাচ্ছে। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বান্টি চট করে এক মুঠো ধুলো বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘রন্টি, পালা!’

রন্টি: কী আশ্চর্য! ধুলো তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?

(আরও পড়ুন: দমফাটা হাসি হাসতে চান? অফিস থেকে বাড়ি ফেরার পথে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। শোনা যায়,আইনস্টাইন নাকি একটু বেশিই ভুলো মনের ছিলেন।

একবার আইনস্টাইন ট্রেনে করে বেড়াতে যাচ্ছিলেন। চেকার এসে টিকিট দেখতে চাইলেন। কিন্তু আইনস্টাইন কিছুতেই টিকিট খুঁজে পাচ্ছিলেন না। শুধু বিড়বিড় করে বলছিলেন, ‘কোথায় যে রাখলাম টিকিটটা।’

চেকার বললেন, ‘স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটেই উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে না।’

আইনস্টাইন চিন্তিত মুখে বললেন, ‘না না! ওটা তো খুঁজে পেতে হবে! না পেলে জানব কী করে, আমি কোথায় যাচ্ছিলাম!’

(আরও পড়ুন: ভরদুপুরে হাসির ফোয়ারা ছোটান, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হাসুন)

৪। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে ভর্তি হতে এল এক ছেলে। মৌখিক পরীক্ষার সময় তাকে প্রশ্ন করা হল:

— তুমি এখানে ভর্তি হতে চাও কেন?

— কারণ, আমি লেখক হতে চাই।

— বেশ কথা। তুমি পুশকিন পড়েছ?

— না।

— তলস্তয়?

— না। 

— চেকভ?

— না।

— তুমি তো দেখছি কারও লেখাই পড়োনি!

ছেলে: আমি তো পাঠক হতে চাই না, আমি চাই লেখক হতে।

(আরও পড়ুন: ছুটির দিনে দ্বিগুণ হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর দিলখুশ করে ফেলুন)

৫। অফিসের বস প্রচণ্ড রেগে গিয়েছেন নতুন কর্মচারীর উপর। রাগ করে বললেন, ‘আমাকে আপনি কী ভেবেছেন, আমি কি গাধা?’

কর্মচারী: সেটা আমি জানব কী করে! আমি তো নতুন এসেছি।

(আরও পড়ুন: এবার হাসতেই হবে! প্রচণ্ড গরমের মধ্যে মন শীতল হবে এই ৫ জোকস পড়লে)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

বন্ধ করুন