পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Subho Noboborsho 1429: 'এসো হে বৈশাখ….', শুভ নববর্ষ ১৪২৯-তে নিজের প্রিয়জনদের জানিয়ে ফেলুন শুভেচ্ছা
পুরনো নীতির হাত ধরে নয়া সূচনা, নয়া জামাকাপড় - পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে আবেগ। কবজি ডুবিয়ে পেটপুজো, হালখাতার মধ্যে দিয়ে নববর্ষের প্রথম দিনটা উদযাপন করেন মানুষ।
তারইমধ্যে এবার (শুভ নববর্ষ ১৪২৯) যে উৎসবের আমেজ কিছুটা বেশি থাকবে, তা বলাই বাহুল্য। করোনাভাইরাসের দাপটে ১৮২৭ এবং ১৪২৮ বঙ্গাব্দের সূচনায় যেন আনন্দ, আবেগের অভাব ছিল। এখন করোনা পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাওয়ায় এবার নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানাতে তৈরি আপামর বাঙালি। সেইসঙ্গে নিজের প্রিয়জনকেও জানিয়ে ফেলুন নববর্ষের শুভেচ্ছা।
- এসো হে বৈশাখ..শুভ নববর্ষ ১৪২৯। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
- সবাইকে পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।
- 'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।' শুভ নববর্ষ ১৪২৯।
- পূর্ণ হোক তোমার সকল আশা, নববর্ষে এটাই আমাদের আশা। শুভ নববর্ষ ১৪২৯।
- নতুন জীবনের নতুন আলো, নতুন বছর ভালো কাটুক। শুভ নববর্ষ ১৪২৯।
- ঘোর অন্ধকার আসে। তা পিছনে ফেলে এগিয়ে চল, সবাই একে অপরের হাত ধরে - পয়লা বৈশাখ ঠিক এটাই সবসময় বলে এসেছে। শুভ নববর্ষ ১৪২৯।
- এই নববর্ষে পুরনো সমস্ত কষ্টের স্মৃতিগুলিকে মন থেকে মুছে ফেল। দুঃখ, কষ্ট, বেদনা ভুলে গিয়ে নতুন ভোরের আলোর দিকে নজর রাখ। নতুন বছরের প্রথম সূর্য, তোমার জীবনে নিয়ে আসুক অপার সুখ ও ভালোবাসা। শুভ নববর্ষ ১৪২৯।
- নবরূপে নববর্ষ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত। আগামী দিনগুলি সুন্দর হোক। শুভ নববর্ষ ১৪২৯।
- দেশ এবং বিদেশের সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
- সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ কাটুক ১৪২৯।
- মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, নববর্ষের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ ১৪২৯।
আরও পড়ুন: Poila Boishakh 2022: পয়লা বৈশাখের সাজ কেমন হবে? নায়িকাদের থেকেই নিয়ে টিপস
আরও পড়ুন: Aam Mutton: নববর্ষে আম আর মটন দিয়ে বানিয়ে ফেলুন এই জিভে জল আনা পদ, গরম ভাতে জমে যাবে