বাংলা নিউজ > টুকিটাকি > Record Breaking Egg: এত বড় ডিম! ভারতে আগের সব রেকর্ড ভেঙে দিল এই মুরগি, ডিমটির ওজন শুনলে চমকে যাবেন

Record Breaking Egg: এত বড় ডিম! ভারতে আগের সব রেকর্ড ভেঙে দিল এই মুরগি, ডিমটির ওজন শুনলে চমকে যাবেন

প্রতীকী ছবি। 

Hen Lays Egg of Record Weight: একা খেয়ে শেষ করা যাবে না! এমন ওজনের একটি ডিম পাড়ল একটি মুরগি। জেনে নিন, এর ওজন কত।

এমন একটা ডিম, যা কোনও মানুষের পক্ষে একা খাওয়া সম্ভব নয়। আর সেই ডিম কোনও বিশাল মাপের পাখি বা সরীসৃপের নয়। এই ডিম একটি মুরগিরই। হালে এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রের মুরগি প্রতিপালক দিলীপ চাভানের খামারে এমনই ঘটনা ঘটিয়েছে একটি মুরগি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওই খামারে ঘটনাটি ঘটেছে। বলা হচ্ছে এখন পর্যন্ত ভারতে যত মুরগির ডিম পাওয়া গিয়েছে, তার মধ্যে এটির ওজনই সবচেয়ে বেশি। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ডিমটি। 

কত ওজন এই ডিমের? সংবাদমাধ্যমকে দিলীপ চাভান জানিয়েছেন, এটির ওজন ২১০ গ্রাম। কোলাপুর জেলার তালসান্দে গ্রামের পোলট্রিতে মুরগিটি এই ডিম দিয়েছে। প্রায় ৪০ বছর ধরে দিলীপ এই ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন, এত বড় মাপের এবং এমন ওজনের ডিম তিনি কখনও দেখেননি। 

সংবাদমাধ্যমকে দিলীপ জানিয়েছেন, ‘রবিবার রাতে পোলট্রিতে যাই। তখন দেখি, খামারের ভিতরে একটি মুরগি বিরাট মাপের ডিম পেড়েছে। আমি তখনই ওজন করি। তাতে দেখি, ২০০ গ্রামের মতো আসছে। কিন্তু আমার সন্দ্হে হয়। তাছাড়া ওই ওজন যন্ত্রটিও খারাপ ছিল। ফলে সোমবার সকালে অন্য একটি যন্ত্র নিয়ে এসে ওজন করি। তাতে দেখি, ২১০ গ্রাম ওজন দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি অন্যদের বিষয়টি জানাই।’ 

দিলীপের মুরগিটির কথা ক্রমশ ছড়িয়ে পড়ে। এর পরে অন্য ব্যবসায়ীরাও দেখেন, ঘটনাটি সত্যি। ওই মাপেরই ওজন রয়েছে ডিমটির। তার পরেই খবরটি ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমকেও বিষয়টি জানানো হয়। 

এর আগে ভারতে সর্বোচ্চ ওজনের যে ডিমটি পাওয়া গিয়েছিল, সেটির ওজন ছিল ১৬২ গ্রাম। পাঞ্জাবের একটি গ্রামের পোলট্রিতে সেই ডিমটি পেড়েছিল একটি মুরগি। সেই রেকর্ড ভেঙে দিল মহারাষ্ট্রের এই ঘটনা। 

কিন্তু সারা পৃথিবীর নিরিখে এটি এমন কিছু নয়। ১৯৫৬ সালে নিউ জার্সিতে একটি মুরগি যে ডিম পাড়ে, সেটির ওজন ছিল ৪৫৪ গ্রাম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড মতে, এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ওজনের মুরগির ডিম। তবে মহারাষ্ট্রের মুরগিটি যে ডিম পেড়েছে, সেটি ভারতের নিরিখে সর্বোচ্চ। আপাতত এটি স্বীকৃতির প্রতিক্ষায়। আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, সরকারি ভাবেও এটিকে স্বীকৃতি দেওয়া হবে কি না। তখনই বিষয়টি আনুষ্ঠানিক হয়ে যাবে।

টুকিটাকি খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.