বাবা যখন শাহরুখ খান, তখন সন্তানের খ্যাতি যে আপনা আপনি হবে তা বলাই বাহুল্য। শাহরুখের তিন সন্তান আরিয়ান, আব্রাহাম এবং সুহানা এমন তিনজন স্টারকিড, যাদের ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া। তবে আব্রাহাম এবং আরিয়ানের থেকেও সুহানার জনপ্রিয়তা আরও কিছুটা বেশি।
শাহরুখের প্রিয় সন্তান তথা একমাত্র কন্যা সন্তান সুহানা নিজের ফ্যাশন সেন্সের মাধ্যমে ইতিমধ্যেই মন জয় করেছেন সকলের। বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমা, সবেতেই অভিষেক হয়েছে তাঁর। বিদেশে থাকাকালীন বন্ধুদের সঙ্গে প্রায়শই ছবি পোস্ট করেন সুহানা, যা সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল।
(আরও পড়ুন: 'বাচ্চাদের হাতে টাকা দিন,' পেরেন্টিং টিপস দিলেন বিখ্যাত নার্স সিস্টার লতা)
সম্প্রতি তেমনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সুহানা খান পরে রয়েছেন একটি ধূসর রঙের অফ শোল্ডার বডিকন পোশাক। হাতে একটি ধূসর রঙের হ্যান্ডব্যাগ, যার হ্যান্ডেলটি সাটিন কাপড়ের।
ছবিতে আরও দেখা যাচ্ছে, সুহানার চুলটি অগোছালো করে বাঁধা। চুলে কালো চামড়ার ক্লিপ লাগিয়েছেন, যেখানে ধাতব ত্রিভুজের মধ্যে রয়েছে ব্রান্ডের নাম লেখা। কানে রয়েছে একটি হীরের দুল এবং গলায় ম্যাচিং হীরের পেন্ডেন্ট স সহ সোনার চেন।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে কিছুই লেখেননি সুহানা। শুধুই একটি হার্টের ইমোজি দিয়েছেন তিনি। তবে এই ছবিতে সুহানার মিষ্টি হাসির প্রেমে পড়েছেন সকলে।
একজন নেটিজেন লিখেছেন, ‘তুমি আমার ক্রাশ।’ একজন আবার লিখেছেন, ‘আক্ষরিক অর্থেই তুমি সুন্দরী।’ অন্য একজন আবার কমেন্ট করে লিখেছেন, ‘তোমাকে এই লুকে বেশ সুন্দর লাগছে।’
(আরও পড়ুন: ডায়াবিটিসের ফলে পায়ের সমস্যা? মেনে চলুন এই ৯ নিয়ম, হবে সব সমস্যার সমাধান)
তবে ভালোবাসার পাশাপাশি এবারও কটাক্ষের শিকার হতে হয়েছে সুহানাকে। চুলের ক্লিপটি যেহেতু পশুর চামড়া দিয়ে তৈরি তাই সেই বিষয়টি নিয়ে নেটিজেনরা করেছেন সমালোচনা। সুহানাকে নিন্দা করে একজন লিখেছেন, ‘পশু হত্যা নিষ্ঠুরতার প্রমাণ। তুমি এই ব্যাপারটিকে কী করে সাপোর্ট কর?’
ছবিতে কমেন্ট করেছেন হিতালি ধরমশি এবং অর্জুন ধারাইন সিং। হিতালি ‘রকি ওর রানী কি প্রেম কাহিনী ’ সিনেমায় অভিনয় করে বিখ্যাত হয়েছেন অন্যদিকে অর্জুন ‘খো গেয়ে হাম কাহা’ - তে নির্দেশনার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, ছবিতে শুধু সুহানা নয়, সঙ্গে আরও এক বান্ধবীকে দেখা গেছে যিনি লাল রঙের পোশাক পরেছিলেন।