কেশুতি পাতা অল্প বাটলেই দেখবেন কালো রস বের হচ্ছে। যাঁদের ভ্রূ হালকা ধরনের, তাঁরা সেই রস ভ্রূতেও লাগিয়ে নিতে পারেন। এদিকে, এরপর তেলে মেশাতে হবে আরও কিছু উপাদান।
1/7গরমের দিনে চুল পড়া একটি বড়সড় মাথাব্যথার কারণ। একে হাসফাঁসানি গরম তাতে মাথার চুলে চিরুনি দিলেই যদি তা ঝড়ে পড়তে থাকে, তাহলে কারই বা মাথার ঠিক থাকে! এই পরিস্থিতিতে চুলের যত্নে একটি পাতাই যথেষ্ট! এছাড়াও বেশ কয়েকটি নিয়ম মেনে চললে, গরমে চুল পড়া নিয়ে ‘নো টেনশন’!
2/7চুল পড়লেও এই পাতাই করবে রক্ষা- চুল যদি গরমের রোদ, শুষ্কতায় ঝরে পড়তে থাকে, তাহলে তা থেকে মুক্তির উপায়ও রয়েছে। আর এই মুক্তির উপায়টির নাম হল কেশুতি পাতা। চুলের গোড়ায় কেশুতি পাতা অনেক রকমের উপকারিতা দেয়। দেখে নেওয়া যাক, কোন কোন উপকার কেশুতি পাতা থেকে আসে।
3/7কেশুতি পাতা- কেশুতি পাতা অনেক জায়গায় , কেশুত বা কালোকেশী হিসাবে প্রসিদ্ধ। এই পাতা দিয়ে চুলের রঙ কালো করা হয় ও চুল ঘন করতেও এই পাতা উপকারি বলে এমন নাম। বাগানে উঠে থাকা কেশুতি পাতা তুলে নিয়ে সামান্য ফুটিয়ে তার জল মাথায় লাগিয়ে রাখতে পারেন স্নানের আগে। ২০ মিনিট রাখার পর তা শুধু জল দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩ দিন করতে পারেন। তবে সহজে ঠান্ডা লাগার ধাত যাঁদের রয়েছে, তাঁরা বুঝে শুনে ব্যবহার করুন।
4/7চুল পড়লেও বাড়িতে বানানো এই তেল দেবে উপকার: ২৫০ গ্রাম তিলের তেলে, ২৫০ গ্রাম নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর তাতে কেশুতি পাতা বেটে রস মেশান। কেশুতি পাতা অল্প বাটলেই দেখবেন কালো রস বের হচ্ছে। যাঁদের ভ্রূ হালকা ধরনের, তাঁরা সেই রস ভ্রূতেও লাগিয়ে নিতে পারেন। এদিকে, এরপর তেলে মেশাতে হবে আরও কিছু উপাদান।
5/7আর কী কী মেশাবেন তেলে: এরপর কেশুতি পাতার ওই তেলে মেশাতে হবে কারিপাতা, একটা গোটা জবাফুল, আমলকি (কেটে নিয়ে)। সবটা ফুটিয়ে নিতে হবে। এরপর তেল ছেঁকে রেখে দিন। এই তেল মাথায় মাখলে, মাথা হবে ঠান্ডা, চুল পড়া বন্ধ হবে, চুল হবে লম্বা , কালো। উকুন তাড়াতেও এই তেল উপকারি।
6/7কেশুতি পাতার মাস্ক- নারকেল তেল, টক দই, মেথি গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে ডিমে কুশুম ও কেশুতি পাতার রস দিয়ে দিন। যে মাস্ক তৈরি হবে, তা গরমে চুল পড়া থেকে দেবে রেহাই। এছাড়াও অকালপক্কতা রোধ করতে কার্যকরী ফল দেবে এই মাস্ক।
7/7চুল পড়া রুখতে যা যা করবেন- এছাড়াও চুল পড়া রুখতে রোজ চুলে দিন তেল। তেল যুক্ত চুল বিনুনি করে রাখতে পারেন। পরে ধুয়ে নিতে পারেন। মাথা নিয়মিত পরিষ্কার রাখুন। এছাড়াও ড্রায়ারের ব্যবহার বন্ধ রাখুন। (ডিসক্লেমার: এই তথ্য সাধারণ মান্যতাধর্মী। এর সম্পর্কে বিশদ জানুন বিশেষজ্ঞের কাছ থেকে। ত্বক সংবেদনশীল হলে চিকিৎসকের পরামর্শ মেনে এই পাতা ব্যবহার করা কাম্য। )