১। প্রথম বন্ধু: কটা বাজে ?
দ্বিতীয় বন্ধু: বেজে দশ।
প্রথম বন্ধু: মানে ?
দ্বিতীয় বন্ধু: আমার ঘড়িতে ঘণ্টার কাঁটাটা নেই কি না।
(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন মন ভালো রাখতেই হবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
২। মঞ্চে উঠে রাজনীতিবিদ বললেন, ‘আপনারা জানেন, আপনাদের কাছ থেকে চাঁদা তুলে আমরা একটা সেতু নির্মাণ করতে যাচ্ছি। আজ আপনাদের জন্য এই সেতু সম্পর্কে দুটি সংবাদ আছে। একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। কোনটা আগে দেব?
উপস্থিত জনতার মধ্যে কয়েক জন বললেন, সুসংবাদ।
রাজনীতিবিদ বললেন, ‘সুসংবাদ হলো, সেতু তৈরির সব টাকার বন্দোবস্ত হয়ে গিয়েছে।’
জনগণের কয়েক জন এবার বললেন, ‘তাহলে দুঃসংবাদটা কী?’
রাজনীতিবিদ বললেন, ‘টাকাগুলো এখনও আপনাদের পকেটে আছে।’
(আরও পড়ুন: সকাল থেকে আকাশের মুখ ভার, তা বলে আপনার আনন্দ যেন না কমে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। ঘুষ নেবার সময় হাতেনাতে ধরা পড়ে চাকরিটা চলে গেল শ্যামলবাবুর। বিষন্ন মনে ঘরে ফিরলেন।
স্ত্রী সব শুনে তার মুখে হাসি ফোটবার জন্য বললেন, বরাবরই তো দেখি আসছি তোমার মাইনের টাকার চেয়ে ঘুষের টাকাই বেশি; এবার থেকে না হয় ঘুষের টাকাতেই সংসার চলবে; এত ঘাবড়াবার কী আছে?
(আরও পড়ুন: আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে একটু মজা হয়ে যাক! পড়ুন বন্ধুত্ব নিয়ে সেরা ৫ জোকস)
৪। সঞ্জু এসেছে চিকিৎসকের কাছে। চিকিৎসকের চেম্বারে ঢুকেই সঞ্জু বললেন, ‘স্যার, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর খিদে পায় না।’
চিকিৎসক বললেন, ‘তাই নাকি! তাহলে তো জটিল সমস্যা আপনার।’ এরপর একটু দাঁড়ান বলেই চিকিৎসক প্রেসক্রিপশন লিখে সঞ্জুকে বললেন, ‘এখানে দুটি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমানোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।’
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, আজকে হাসবেন না, তাই কি হয়? পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। ঝগড়ার একপর্যায়ে মহা ক্ষিপ্ত স্ত্রী বলছেন, ‘তোমার এই পোড়া সংসারের কপালে ঝাঁটার বাড়ি দিই আমি!’
হাসতে হাসতে স্বামী বললেন, ‘যাক, এত দিন পর তাহলে ঘরের সব ময়লা দূর হবে বলে মনে হচ্ছে!’