ছেলে বাবিলকে সঙ্গে নিয়ে Film and Television Institute of India ঘুরে দেখতে গেলেন সুতপা সিকদার। এখানেই আলাপা হয়েছিল ইরফান খানের সঙ্গে। আলাপ-প্রেম এবং তার পরে বিয়ে। ইরফান চির ঘুমের দেশে চলে গিয়েছেন ২০২০ সালে এপ্রিলে। কিন্তু তার পরেও যে প্রতি মুহূর্তে তিনি তাঁর পরিবারের মানুষের সঙ্গে আছেন, তা বারবার মনে পড়িয়ে দেয় সুতপার পোস্ট।
হালের এই পোস্টটিও তাই। তবে আরও অন্য একটি কারণে এই পোস্টটি মন কেড়েছে নেটিজেনদের। বন্ধু সুদীপ চট্টোপাধ্যায়ের তোলা বেশ কিছু পুরনো ছবি এই পোস্টে শেয়ার করেছেন সুতপা। পুরনো সে সব ছবি দেখে নস্টালজিক হয়ে গিয়েছেন ইরফান-অনুরাগীরা।

ছবিগুলি পোস্ট করে সুতপা লিখেছেন, ‘২৫ বছর আগের ছবি। সাদা-কালো ছবি থেকে এখন রঙিন ছবি হয়েছে। কিন্তু জীবন ঠিক উল্টো মুখে হেঁটেছে।’

ছবিগুলির জন্য তিনি বন্ধু সুদীপ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ওই পোস্টেই।
এর কিছু দিন আগে নিজের জন্মদিনে দুই ছেলের সঙ্গে সময় কাটিয়েছিলেন সুতপা। সে দিনও একটি বড় লেখা লেখেন সোশ্যাল মিডিয়ায়।
সেদিন লিখেছিলেন, ‘প্রতি বছর জন্মদিন ভুলে যাওয়ার জন্য তোমায় ক্ষমা করেই দিলাম।’ সেই পোস্টও নেটমাধ্যমে মন কেড়েছিল অনুরাগীদের।