প্রতি বছর প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ শিশুমৃত্যু কমিয়েছে প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশনের অধীনে তৈরি টয়লেটগুলির কারণেই এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট-এর সমীক্ষায় দাবি করা হয়েছে এমনটাই।
আমেরিকান গবেষকরা ৬০০টিরও বেশি জেলা নিয়ে গবেষণা করেছেন
আমেরিকার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষকদের একটি দল এই গবেষণা করেছে। ২০ বছরে, ভারতের ৩৪টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সহ ৬০০ টিরও বেশি জেলা নিয়ে চালানো হয়েছে জাতীয় স্তরের এই গবেষণা। তা থেকে প্রাপ্ত ডেটা প্রকাশিত হয়েছে 'সায়েন্টিফিক রিপোর্টস' জার্নালে। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত স্বচ্ছ ভারত মিশনের অধীনে নির্মিত টয়লেট ব্যবহার করে, কী কী উপকার পেয়েছেন আমজনতা, তা খতিয়ে দেখা হয়েছে এই সমীক্ষায়। এরই পাশাপাশি, সমীক্ষাটিতে পাঁচ বছরের কম বয়সী শিশু ও শিশুদের মৃত্যু হ্রাসের মধ্যে সম্পর্ক পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: (Vande Bharat Food Quality: রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার)
প্রকাশিত এই সমীক্ষাতেই দেখা গিয়েছে, জেলা পর্যায়ে, মোদীর স্বচ্ছ ভারত মিশনের অধীনে, ১০ শতাংশ টয়লেট নির্মাণের ফলে গড় শিশুমৃত্যু কমেছে ০.৯ পয়েন্ট পর্যন্ত এবং পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ১.১ পয়েন্ট পর্যন্ত হ্রাস হয়েছে। ওই বিশেষ সমীক্ষায় গবেষকরা আরও দেখেছেন যে ভারতে শৌচাগার নির্মাণ এবং শিশুমৃত্যুর মধ্যে একটি বড় সম্পর্ক রয়েছে। সমীক্ষাতেই দেখা গিয়েছে যে একটি জেলায় ৩০ শতাংশ বা তার বেশি শৌচাগারের ব্যবহার বৃদ্ধির ফলে, শিশু মৃত্যু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রায় ৭০ হাজার শিশুর প্রাণ রক্ষা পেয়েছে।
আরও পড়ুন: (পুজোর সময় কম খরচে পাহাড় যাওয়ার প্ল্যান? ভিড় এড়াতে চলে যান দার্জিলিংয়ের এই অফবিট পাহাড়িগ্রামে)
কী বলছেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিবেদনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শিশু ও শিশুমৃত্যু কমাতে উপযুক্ত শৌচাগার থাকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি গর্বিত যে ভারত এই প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। জনস্বাস্থ্যের ব্যাপক উন্নতিতে পরিষ্কার, নিরাপদ স্যানিটেশন এখন গেম চেঞ্জার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন যে এই গবেষণার মাধ্যমে, স্বচ্ছ ভারত মিশনের মতো কর্মসূচির সুপ্রভাব বিশ্বের সামনে এসেছে।