নীল ষষ্ঠীর উপোসে সাবু মাখা খাবেন? দেখুন কী বলছেন পুষ্টিবিদ
1 মিনিটে পড়ুন . Updated: 13 Apr 2022, 01:24 PM ISTট্যাপিওকা পার্ল (tapioca pearl) বা সাবুদানা বহু পুষ্টিগুণে ভরপুর। এমনই ব্যাখ্যা করলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য্য।
ট্যাপিওকা পার্ল (tapioca pearl) বা সাবুদানা বহু পুষ্টিগুণে ভরপুর। এমনই ব্যাখ্যা করলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য্য।
সারাদিনের উপোস শেষে সাবু মাখা। আর তাতেই মেলে এক স্বর্গীয় তৃপ্তি। অনেকে তো আবার এই সাবুমাখা খাবার লোভেই উপোস করে থাকেন। কিন্তু এত ধরনের খাবার থাকতে কেন এই সাবু মাখাই কেন? যুগ যুগ ধরে কেন এই রীতি চলছে, তা কখনও ভেবেছেন?
ট্যাপিওকা পার্ল (tapioca pearl) বা সাবুদানা বহু পুষ্টিগুণে ভরপুর। এমনই ব্যাখ্যা করলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য। দেখুন কী বলছেন তিনি:
এর নিউট্রাল ফ্লেভারের কারণে খুব সহজেই অন্যান্য উপাদান যোগ করে নানান রেসিপি তৈরি করা যায়।
আরও পড়ুন : গরমে খান পান্তা ভাত, রয়েছে অশেষ উপকারিতা
ফলে নীল ষষ্ঠীর উপোসই হোক, বা সকালের ব্রেকফাস্ট, সাবু মেখে খেলে উপকার পাবেন। তাই আর দেরি কীসের! খানিক নারকেল, দুধ, মিষ্টি, ফল দিয়ে সাবু মেখে ফেললেই হয়!