বাংলা নিউজ > টুকিটাকি > Tea reheating facts: বারবার ফোটানো চা খাচ্ছেন? এতে শরীরের কী হাল হচ্ছে জানেন কি

Tea reheating facts: বারবার ফোটানো চা খাচ্ছেন? এতে শরীরের কী হাল হচ্ছে জানেন কি

বারবার ফোটানো চা খাচ্ছেন?

Tea reheating facts: বারবার চা ফুটিয়ে খেতে ভালোবাসেন? শরীরের জন্য তা আদৌ ভালো কিনা জানা আছে? আসলে কী করা উচিত জানেন?

চা খেতে কে না ভালোবাসে? বাঙালির রসনার অন্যতম প্রিয় পানীয় হল চা। অনেকেই যে দিনে কত কাপ চা খান তার কোনও ঠিক থাকে না।  তবে চা খেতে ভীষণ ভালো লাগলেও একটি ব্যাপার কী জানেন? চা বারবার ফুটিয়ে খাওয়া উচিত কিনা সে ব্যাপারে জানেন কি? 

আরও পড়ুন: বড় বড় রোগের যম হেঁসেলের এই আনাজ, ৫ গুণই বাড়িয়ে দেয় আয়ু, নাম জানেন

আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন

বিশেষজ্ঞদের কথায়, চা বারবার ফুটিয়ে খাওয়া আদতে ঠিক নয়। কারণ চায়ের মধ্যে ক্যাফিন ও ট্যানিন নামের দুটি উৎসেচক থাকে। বারবার ফোটালে এই দু’টি উৎসেচকই নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, চায়ের দুর্দান্ত স্বাদ ও গন্ধ কে না পছন্দ করে! বারবার চা ফোটালে সেই গুণগুলিও নষ্ট হয়ে যায়। তাই বারবার চা ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে শরীরের মারাত্মক ক্ষতি। জেনে নেওয়া যাক, বারবার চা ফুটিয়ে কী ক্ষতি হতে পারে। কী বলছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: খেলেই বাড়বে রূপের ঝলক, এই ৫ ফল কিন্তু আপনার খুব পরিচিত, নাম জানেন কি

• আগেই বলা হয়েছে ক্যাফিন ও ট্যানিন নষ্ট হয়ে যায়। এতে চায়ের স্বাদ তেতো হয়ে যায়। আর তা শরীরের পক্ষেও ভালো না। বারবার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

• চায়ের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে। চা গরম করলে এগুলি সংখ্যায় বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যাকেটরিয়াযুক্ত চা খেলে চোখের গ্লুকোমা ও স্নায়ুতে প্রভাব পড়ে। এতে স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি কমে যায়।

• চায়ের মধ্যে থাকে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাথেচিন। দুধে থাকে কেসিন জাতীয় প্রোটিন। দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন ও কেসিন মিশে যায়। এতে চায়ের উপকারিতা নষ্ট হয়ে যায়। একই সঙ্গে চা হজমশক্তির উপর প্রভাব ফেলে। এর থেকে ডায়রিয়া, পেটের সমস্যাও হতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন