Subho Bijoya Dashami Wishes: আপনার বহু কাছের মানুষই ভৌগলিকভাবে আপনার চেয়ে অনেক দূরে। তাঁদের পাঠিয়ে দিন বিজয়ার শুভেচ্ছাবার্তা।
1/11পুজো শেষ এসে গেল বিদায়ের বেলা। মাকে বিদায় দেওয়ার পালা। এই দিনে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন প্রিয় মানুষকে? রইল এমন কিছু শুভেচ্ছাবার্তা।
2/11বাবা-মা’কে: তোমদের মতো বাবা-মা পেয়েছি বলেই আমার জীবনটা এত সুন্দর হয়ে উঠেছে। আমার কাছে প্রতিটি দিনই তাই উৎসব। শে উৎসবের কোনও শেষ নেই। শুভ বিজয়ায় তাই তোমাদের প্রণাম জানাই।
3/11ভালোবাসার মানুষটিকে: তুমি কাছে আছো বলেই, আমার জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। খুব সুন্দর জীবন কাটাচ্ছি তোমার সঙ্গে। শুভ বিজয়ার শুভেচ্ছা তোমায়। এভাবেই আরও বহু সুন্দর পুজো কাটুক তোমার সঙ্গে।
4/11শিক্ষিক-শিক্ষিকাকে: আপনারা আমার জীবনে প্রকৃত অর্থেই দেব-দেবী। উৎসবের এই সুন্দর মুহূর্তগুলি আজ মনখুলে উপভোগ করতে পারি, তার কারণ আপনারা আমার জীবন গড়ে দিয়েছেন। আপনাদের এই বিজয়ার সময়ে শ্রদ্ধা আর প্রণাম জানাই। ভালো থাকবেন।
5/11গুরুজনদের: আপনাদের আশীর্বাদ আমাকে সব ধরনের বিপদ পেরিয়ে যেতে সাহায্য করেছে। আমি জীবনে যা কিছু ভালো কাজ করতে পেরেছি, আপনাদের আশীর্বাদেই পেরেছি। শুভ বিজয়ায় আমার প্রণাম নেবেন।
6/11বন্ধুদের: তোরা আছিস বলেই আমার জীবন এত সুন্দর। অনেক ভালোবাসা নিস। পুজোর মতোই আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক। শুভ বিজয়া।
7/11সহকর্মীদের: পেশার জগৎটা আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে থাকে। পারিবারিক জীবনের মতোই এই জীবনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই পেশার জীবনটা সুন্দর হয়েছে তোমাদের কারণে। তাই সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা।
8/11আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে: এই পরিবার, এই আত্মীয়তা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং দামি। আমি চাই আগামী দিনেও আমরা এই ভাবে জোট বেঁধেই থাকি। সুখে-দুঃখে সকলে সকলে পাশে থাকি। সকলকে আমার তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা। বড়দের প্রণাম।
9/11বয়সে ছোটদের: আশা করি, তোমাদের পুজো খুব ভালো কেটেছে। বিজয়ার রং তোমাদের গায়ে লাগুক। মা দুর্গার তোমাদের সঙ্গে থাকুক। বিজয়ায় তোমাদের সবার জন্য শুভাশিস এবং শুভেচ্ছা রইল।
10/11গার্হস্থ্য কাজে যাঁরা সাহায্য করেন, তাঁদের: আমরা কথায় কথায় বলি ‘আমাদের বাড়ি’, ‘আমাদের ঘর’। কিন্তু সেই বাড়ি বা ঘর চালিয়ে নিয়ে যান আপনারা। ঘর কীভাবে চলে আমরা কতটাই বা জানি! তাই এই পুজোর দিনগুলোও অসুন্দর হয়ে যেত, আপনাদের সামান্য অভাবে। আজকের দিনে তাই আপনাদের জানাই বিজয়ার শুভেচ্ছা।
11/11যে কোনও কারও জন্য: পুজো শেষ হলেও আনন্দের শেষ নয়। জীবন মানেই তো আনন্দের সঙ্গে তা উপভোগ করা। তাই এই আনন্দ চলতেই থাকবে। মাতৃ প্রতিভার ভাসান হয়ে গেলেও মা আমাদের সঙ্গেই থাকবেন। এই শুভ দিনে আপনাকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা।