কিশোরী হোক বা যুবতী সকলেরই প্রয়োজন সঠিক রূপ এবং ত্বক পরিচর্যার। যদিও সেই অর্থে কিশোরীদের তেমন কোনও ত্বকের সমস্যা দেখা যায় না। হ্যাঁ এটা ঠিক বয়ঃসন্ধির সময়ে অনেকেরই মুখে ব্রণ, ইত্যাদি দেখা যায়। কিন্তু সেটা আবার সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়। কিশোরীদের ত্বক ভীষণ কোমল হয়, তাই তাঁদের ত্বক এবং রূপ পরিচর্যার জন্য বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। বাজার চলতি প্রোডাক্টে অনেক কেমিক্যাল থাকে যা তাঁদের কোমল ত্বকের জন্য মোটেই ভালো নয়।
এছাড়া আরও একটি সমস্যা হল, অনেকেই তাঁদের ত্বকের ধরন বুঝতে করেন না। আর সঠিক ত্বকের ধরন না বুঝেই বিউটি প্রোডাক্ট অথবা প্রসাধনী সামগ্রী বেছে নেন। এর ফলে বারে ত্বকের সমস্যা।
তাই এই দুটোর থেকে যদি মুক্তি পেতে চান, আবার ত্বকের যত্নও নিতে চান তাহলে বাজার চলতি প্রোডাক্টের বদলে বেছে নিন ঘরোয়া উপকরণ।
তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক: তৈলাক্ত ত্বক হয়ে থাকে যদি আপনার তাহলে বাড়িতে সহজেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। একটা ডিমের সাদা অংশ নিন, তাতে এক চামচ শশার রস মেশান। একই সঙ্গে দিন এক চা চামচ লেবুর রস। এবার এটাকে মিশিয়ে একটা মিশ্রণ বানান। তারপর এটা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন। সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।
উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই প্যাক: বেকিং সোডা দারুন কাজ করুন উজ্জ্বল ত্বক ফিরে পেতে। এই প্যাক বানানোর জন্য ২ চামচ বেকিং সোডা নিন, তাতে দিন এক চা চামচ অলিভ অয়েল এবং চামচ মধু। এগুলো মিশিয়ে বানান একটি মিশ্রণ। সেটা শুকিয়ে গেলে হালকা জল দিয়ে ঘষে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন এই প্যাক।
ব্রণর সমস্যা দূর করতে এই প্যাক ব্যবহার করুন: বয়ঃসন্ধির সময়ের সব থেকে সমস্যার বিষয় হল ব্রণ। ব্রণর সমস্যা দূর করতে এক চামচ ওটস নিন, তাতে দিন এক চা চামচ লেবুর রস এবং এক চামচ মধু। এরপর এটাকে ভালো করে মেশান। মুখে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।