ভারত-বাংলাদেশ সম্পর্ক হবে আরও সহজ। ১১ মে শনিবার বাংলাদেশের ঢাকা ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন (IIMC) অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সেই মঞ্চ থেকেই তিনি ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে দিলেন ঐক্যের বার্তা।
তিনি জানান, কোন দল দেশে ক্ষমতায় আছে তার ওপর ভারত-বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে না। বাংলাদেশ-ভারত সম্পর্ক পরস্পরের কল্যাণের ভিত্তিতে হওয়া উচিত। যাতে সেই বন্ধন দীর্ঘস্থায়ী হয়। তিনি বলেন, "একে অপরের সমস্যায় পাশে থাকা, সমস্যার মোকাবিলায় সাহায্য করা এবং আঞ্চলিক সমৃদ্ধি, উন্নয়ন, গঠনমূলক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে।"
আরও পড়ুন: চোখের সমস্যায় দারুণ উপকারী অ্যাপ্রিকট, একাই একশো! ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার
তাছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওপার বাংলার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি। বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনার পরিচালক আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সম্পাদক ফরিদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জনাব মো. অনিমেষ বিশ্বাস।
আরও পড়ুন: ডায়াবিটিসে সঞ্জীবনী কাঁচা আম, দূর করে কোষ্ঠকাঠিন্যও! হিট স্ট্রোক থেকেও বাঁচায়
পাশাপাশি এদিন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক, কলামিস্ট, একুশে পদকপ্রাপ্ত ও প্রবীণ সাংবাদিক ড. আফসান চৌধুরীকে মিডিয়া এক্সিলেন্সের জন্য প্রথম ইহসানুল করিম পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাঁকে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।\
আরও পড়ুন: এবার AI দিয়েই হাঁটুর অপারেশন, বিস্ময়কর ঘটনা ঘটালেন কলকাতার চিকিৎসক
এর আগে, দ্বিবার্ষিক সাধারণ সভায় ফরিদ হোসেনকে সভাপতি এবং আঙ্গুর নাহার মন্টিকে সাধারণ সম্পাদক করে আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বাংলাদেশের ২০২৪ থেকে ২৬-র জন্য ১৩ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।