১। এক কৃষক খালি হাতে মাঠ থেকে ঘরে ফিরে এল।বউ জিজ্ঞেস করল, আরে, তোমার কোদাল কোথায়?
গলা চড়িয়ে কৃষক বলল, যাহ, কোদাল ভুলে মাঠে ফেলে এসেছি।
বউ শান্ত গলায় বলল, গলা নামিয়ে বলো। কথাটা কেউ যদি শুনতে পায় তা হলে সে মাঠে গিয়ে তোমার কোদাল চুরি করে নিয়ে যাবে। যাও, তাড়াতাড়ি মাঠে গিয়ে কোদাল নিয়ে এসো।
কৃষক তাড়াতাড়ি মাঠে গেল। কিন্তু কোথায় কোদাল? চুরি হয়ে গিয়েছে।
বাড়ি ফিরে কৃষক গলা নামিয়ে বউয়ের কানের কাছে ফিসফিস করে বলল, কোদাল চুরি হয়ে গিয়েছে।
(আরও পড়ুন: কাজের চাপ একটু ভুলে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন একদম মনের আনন্দে)
২। উকিলবাবু: তোমার তাহলে চুরির মামলা? কিন্তু মামলার খরচ চালাবে কী করে?
মক্কেল: হুজুর টাকাপয়সা নেই। তবে একটা গরু আছে।
উকিলবাবুন: ঠিক আছে। তাহলে গরু বেচেই আমার ফি দেবে। তা পুলিশ তোমার নামে কোন জিনিস চুরির মামলা দিয়েছে।
মক্কেল: ওই গরু চুরির মামলা হুজুর।
(আরও পড়ুন: বৃষ্টি হোক না-হোক, আজ বাঁধ ভাঙবেই হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, মন থাকুক মজায়)
৩। দুই ঢপবাজে কথা হচ্ছে।
১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দিই!
২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে উনুনে বসে পড়ি!
(আরও পড়ুন: শনিবারের মজা দ্বিগুণ বাড়িয়ে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর বিন্দাস হাসুন)
৪। ছুটির দিন। স্কুল থেকে সবাই দলবেঁধে বেড়াতে গেছে শহরের পাশেই একটা বনে। বনের ভেতর দীর্ঘক্ষণ ঘোরাফেরা করেও কোনো পশুপাখির দেখা পাচ্ছিল না স্কুলপড়ুয়ারা। মজার কিছু না পেয়ে ওরা হতাশ।
বন্ধুদের চেয়ে একটু দূরে সরে গিয়েছিল রতন। ঝোপের পাশে দুটো দুধের বোতল দেখে চিৎকার করে উঠল সে, ‘দেখো দেখো! একটা গরুর বাসা পেয়েছি!’
(আরও পড়ুন: গরম একদম ফুরুৎ! আজ তবে প্রাণখুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, রবিবার হোক মজার)
৫। সন্ধ্যায় পার্কের লাইটপোষ্টের নিচে এক লোক কিছু একটা খুঁজছিল।
: কী ভাই, কিছু হারিয়েছেন বুঝি?
: হ্যাঁ ভাই, ওই গাছতলায় আমার আংটিটা পড়ে গিয়েছে।
: তা এখানে খুঁজছেন কেন? গাছতলায় খুঁজুন।
: গাছতলাটা ভারি অন্ধকার – কোনো আলো নেই। তাই এখানে খুঁজছি।