১। : মা, ভগবান কি বাথরুম ব্যবহার করেন?
: না তো, কেন?
: প্রত্যেকদিন সকালেই তো দেখি বাবা দরজা ধাক্কান আর চেঁচান, হায় ভগবান! তুমি এখনও বেরোও নি?
(আরও পড়ুন: রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে)
২। ছেলে স্কুল থেকে বাড়ি এসে বাবাকে বলছে:
-বাবা, জানো, আজ কেমিস্ট্রি ক্লাসে কী হয়েছে?
-কী?
-কেমিস্ট্রি প্র্যাকটিকেল করার সময় আমাদের ভুলের জন্য একটা বিকট বিস্ফোরণ হয়েছে।
-(উদ্বিগ্ন হয়ে) নিশ্চয়ই তোমাদের কেমিস্ট্রি শিক্ষক তোমাদের খুব বকা দিয়েছেন?
-না বাবা, (মাথা নত করে) তিনি বিস্ফোরণের খুব কাছে ছিলেন, বেচারা!
(আরও পড়ুন: কাজের চাপ একটু ভুলে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন একদম মনের আনন্দে)
৩। সেদিন খেলার মাঠে যেমন ঘন কুয়াশা, তেমনি ঝুম বৃষ্টি আর ঠান্ডা বাতাস। দুই হাত দূরের জিনিসও দেখা যায় না। এরই মধ্যে হিহি করে কাঁপতে কাঁপতে খেলা দেখছে দুই ইংরেজ ফুটবল-পাগল দর্শক।
খানিক পর আর সহ্য করতে না পেরে বিরক্তি প্রকাশ করল একজন, ‘নাহ্, খেলাটা বড্ড একঘেয়ে লাগছে হে। গিয়ে এক কাপ কফি খেয়ে আসি। ’
‘দাঁড়াও, আরেকটু বসেই দেখি না। খেলাটা তো জমতেও পারে শেষে।’ বিশাল এক হাই তুলে বলল পাশের দর্শক।
এই সময় কোথা থেকে এক পুলিশ এসে হাজির। এসেই ক্যাঁক করে উঠল, ‘আরে, গ্যালারিতে বসে কী করছেন আপনারা। খেলা তো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় দুই ঘণ্টা হলো।’
(আরও পড়ুন: বৃষ্টি হোক না-হোক, আজ বাঁধ ভাঙবেই হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, মন থাকুক মজায়)
৪। ক্রন্দনরত শিশুকে জিজ্ঞেস করা হলো, কাঁদছ কেন?
—বাবা মেরেছেন।
—খুব ব্যথা পেয়েছ বুঝি!
—মোটেও না।
—তাহলে কাঁদছ যে!
—বাবাকে খুশি করার জন্য।
(আরও পড়ুন: শনিবারের মজা দ্বিগুণ বাড়িয়ে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর বিন্দাস হাসুন)
৫। উকিল: আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন?
বাদী: স্যার আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে ২টা শুয়োর পালে, সেজো ভাই পালে চার ভেড়া… গন্ধে টিকতে পারি না।
উকিল: আপনার ঘরের জানালা খুলে রাখলেই পারেন।
বাদী: পাগল হয়েছেন। জানালা খুলি আর আমার পালা বাদুড়গুলি সব উড়ে যাক।