বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: গরম তো কমছে! এবার একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মনটা রাখুন ফুরফুরে
পরবর্তী খবর

Bangla Jokes Collection: গরম তো কমছে! এবার একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মনটা রাখুন ফুরফুরে

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর এই মেঘলা দিনের শুরুতেই মন একদম ভালো করে নিন।

১। কর্ডলেস টেলিফোনে ক্রিং ক্রিং করল। ফোন ওঠাল এক শিশু। তার পরে ফিসফিস করে বলল, হ্যালো।

– হ্যালো, তোমার বাবা বাড়ি আছে?

– আছে, কিন্তু ব্যস্ত। (ফিসফিস করে বলল শিশুটি)

– মা আছে?

– হ্যাঁ, মা আছে। কিন্তু মাও ব্যস্ত। (আবার ফিসফিসে কণ্ঠ)

– তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছে?

– আছে। পুলিশ কাকুরা আছে, দমকল কাকুরা আছে।

– তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।

– তাদেরও ডাকা যাবে না। তারাও খুব ব্যস্ত।

– হায় ঈশ্বর! কী নিয়ে তারা এত ব্যস্ত?

– আমি লুকিয়ে আছি। সবাই আমাকে খুঁজছে।

(আরও পড়ুন: গরম একদম ফুরুৎ! আজ তবে প্রাণখুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, রবিবার হোক মজার)

২। রেফারি ম্যাচ চালাতে চালাতে খেয়াল করলেন, একটা মেয়ে দর্শক আসনে বসে ভারি চিৎকার-চেঁচামেচি করছে। আর মেয়েটার গলা এমন চড়া, বারবার তার মন ছুটে যাচ্ছে ম্যাচ থেকে। চলল কতক্ষণ এ রকম। শেষে আর সইতে না পেরে রেফারি মেয়েটার কাছাকাছি গিয়ে বললেন, ‘আপনি খুব চেঁচামেচি করছেন, বহুক্ষণ ধরে খেয়াল করছি আমি।’

মেয়েটা গাল দুটো লাল করে জবাব দিল, ‘হ্যাঁ, আমিও বহুক্ষণ ধরে দেখছি, ম্যাচ বাদ দিয়ে আপনি কেবল আমাকেই খেয়াল করছেন।’

(আরও পড়ুন: সকাল সকাল ছুটুক হাসির ফোয়ারা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)

৩। এক গণিতজ্ঞ দিনরাত গণিত নিয়ে এতই ব্যস্ত থাকেন যে, একমাত্র গণিত ছাড়া দুনিয়ার আর কোনও প্র্যাক্টিক্যাল বিষয় সম্পর্কে তার পরিষ্কার কোনও ধারণা নেই। এই নিয়ে তার স্ত্রী সব সময়ই তার উপর চোটপাট করেন। কাজেই স্ত্রীর মন রক্ষা করার জন্য একদিন তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, ‘এখন থেকে আমি তোমার কাছ থেকে টুকটাক সংসারের কাজকর্ম শিখব। স্ত্রী খুবই আনন্দিত হয়ে প্রথমেই তাকে চা তৈরি করা শিখিয়ে দিলেন।’

চা তৈরির নিয়মটা স্বামীর মনে আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য দু’দিন পরে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাকে যদি একটা কেটলি আর দেশলাই দেওয়া হয় আর বলা হয় ঘরে গ্যাসের স্টোভ আছে এবং কলে জল আছে, তাহলে তুমি ঠিক কীভাবে চায়ের জল গরম করবে?

জটিল সব গণিতের সমস্যায় বেচারা স্বামী নিয়মটা ভুলেই গিয়েছিলেন। কিন্তু অনেক ভেবে কিছুটা স্মরণ শক্তি থেকে আর বাকিটা অনুমান থেকে ভয়ে ভয়ে বললেন, ‘প্রথমে কেটলিতে জল দেব। তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা চালাবো। তার পরে কেটলিটা স্টোভের উপর বসিয়ে জলটা গরম করলেই তো মনে হয়ে যাবে। তাই না?’

হ্যাঁ, হয়েছে – স্ত্রী বললেন। আচ্ছা এবার বলো তো, যদি তোমাকে একটা জল ভর্তি কেটলি দেওয়া হয় আর একটা দেশলাই এবং গ্যাসের স্টোভ দেওয়া হয়, তাহলে কী করবে?

গণিতজ্ঞ এবার হাসিমুখে উত্তর দিলেন, ‘এটা তো খুবই সহজ। প্রথমে কেটলি থেকে জলটা ফেলে দিব। তাহলেই সমস্যাটা ঠিক আগের সমস্যাটার মতো হয়ে যাবে। আর সেটার সমাধান তো একটু আগেই করেছি। তাই না!’

(আরও পড়ুন: সকাল সকাল দিল খুশ করে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন মন ভরে)

৪। নাইট-শো সিনেমা দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে-টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিল।

মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।

(আরও পড়ুন: উইকেন্ডের মজা বাড়াতে চান? তাহলে এখনই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন প্রাণভরে)

৫। রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন এক ভদ্রমহিলা। বললেন, ‘এই নিন আপনার খেলনা। আমার টাকা ফেরত দিন।’

দোকানদার: কেন, কেন? খেলনাটা তো খুবই ভালো। সহজে ভাঙে না।

ভদ্রমহিলা: এটা ভাঙে না। কিন্তু এটা দিয়ে আমার ছেলে ঘরের সব কিছু ভেঙে ফেলছে!

Latest News

বিয়ের আগে একদিনও যাননি ডেটে! তাহলে কি অমিতাভই সম্বন্ধ করে বিয়ে দেন মেয়ে শ্বেতার? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH জন্মের তারিখ অনুযায়ী মানিব্যাগে রাখুন এই সব জিনিস, হাতে হু হু করে আসবে টাকা! বিচারপতি বর্মার বাড়ির কাছেই আবর্জনা, ঝরা পাতার নীচে মিলল পোড়া নোটের টুকরো! আফগানে আটক মার্কিনি ছাড়া পেতেই হাক্কানিকে নিয়ে USর বড় পদক্ষেপ! কী বলছে রিপোর্ট ‘সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার’ আপনার সন্তানের চোখ ভালো রাখতে চান? খাওয়ান এই ৫ ড্রাই ফ্রুটস 4-6-0-4-1W-4-4- পঞ্চম ওভারে ট্র্যাভিস হেডের পিটুনি খেয়ে চোখে শর্ষেফুল আর্চারের ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল? রাম নবমীর মিছিলে পুলিশের শর্ত, হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছে প্রশাসন:শুভেন্দু

IPL 2025 News in Bangla

১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH IPL-এ অ্যাশেজের আগুন, ব্রিটিশ পেসারকে ১০৫ মিটারের পেল্লাই ছক্কা অজি তারকা হেডের রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙতে ধোনির দরকার ১৯, মাঠে নেমেই কার্তিককে টপকাবেন রোহিত পক্ষপাতিত্বের অভিযোগ! IPL ২০২৫-র ধারাভাষ্যকারের প্যানেল থেকে ছাঁটাই ইরফান পাঠান বুমরাহ-হার্দিক নেই, দুই সুপারস্টারকে ছাড়া CSK-র বিরুদ্ধে কাদের মাঠে নামাবে MI? Video-‘বিরাটের থেকে শেখার আছে’ বললেন কার্তিক! ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন সল্ট এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.