একসময় কলকাতার বুকে ডবল ডেকার বাস ছুটে চলতো গর্বের সঙ্গে। কিন্তু এখন সেসব অতীত। ট্রামের মতো কলকাতার বুক থেকে চিরতরে হারিয়ে গেছে দোতলা বাস (Double Decker Bus)।তবে কলকাতার গর্ব এই দোতলা বাসকে এবার সংরক্ষণ করার পদক্ষেপ নিল পরিবহন দপ্তর।
চলতি মাসে কলকাতার শেষ দোতলা বাস স্ক্র্যাপ করার জন্য ফুলবাগানের স্ক্র্যাপইয়ার্ডে পাঠানো হয়েছিল। এই ঘটনাটি গত ৪ অক্টোবর কলকাতার পরিবহন প্রেমিকদের সংগঠন বাস ও পিডিয়ার চোখে পড়েছিল, তারপরেই এই ঐতিহ্যপূর্ণ পরিবহন যানটিকে সংরক্ষণ করতে সক্রিয় হয়ে ওঠে তাঁরা।
সংগঠনের অন্যতম সদস্য অনিকেত বন্দ্যোপাধ্যায় ফোন করেন পরিবহন মন্ত্রীকে। কলকাতার এই শেষ দোতলা বাসটিকে যাতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেই বিষয় নিয়ে মন্ত্রীকে অনুরোধ করেন অনিকেতবাবু। অনিকেত বাবুর মুখে সবটা শোনার পর মন্ত্রী আশ্বাস দেন, ওই বাসটিকে সংরক্ষণ করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে দফতর।
(আরও পড়ুন: বয়সকে কাঁচকলা! সোমলতার গানে সন্ধ্যার মহিলা সমিতির অনুষ্ঠান জমালেন শান্তনু মৈত্রর মা, মুগ্ধ শান-আকৃতিরা)
মন্ত্রী আশা দেওয়ার পর গোটা এক রাত কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি দেখে মন্ত্রী ও পরিবহন সচিব সৌমিত্র মোহনকে ইমেইল পাঠান সংগঠনের সভাপতি সৌভিক মুখোপাধ্যায়। লিখিত আবেদন জানানোর পর শুরু হয় সংরক্ষণের কাজ। বিগত ৫৫ বছর ধরে পরিষেবা দেওয়ার পর এই বাসটির এমন অবস্থার কথা কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না সংগঠনের সদস্যরা, আগামী দিনে নতুন ডবল ডেকার বাস চালু হলেও এই পুরনো দোতলা বাসটিকে সংরক্ষণ করতে অবশেষে স্ক্র্যাপ ইয়ার্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাইকপাড়া বাস ডিপোয়।
প্রসঙ্গত, ১৯৭০ সালে কলকাতা শহরে এই দোতলা বাস চলাচল শুরু হয়েছিল। ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন রুটে পরিষেবা দিয়েছিল এই বাসটি। ২০০৫ সালে ডবল ডেকার বাস চালানো পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ২০১৬ সালে এই বাসটিকে মেরামত করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগম।
২০১৬ সালে বাসটি চালানোর অনুমতি পাওয়া গেলেও নিউ টাউন ইকো পার্ক থেকে ইকো আরবান এলাকা পর্যন্ত এই বাসটি চলাচল করতো। কিন্তু ২০২০ সালে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বাসটি বন্ধ হয়ে পড়েছিল সরকারি বাস ডিপোয়। অবশেষে চলতি বছর এই বাসটিকে স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর।
(আরও পড়ুন: শীঘ্রই 'বাই ইট নাও'-র ভারতীয় সংস্করণ আনছেন সোনালি বেন্দ্রের বর! থাকছে কী কী চমক?)
পরিবহন দপ্তরের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়, বেশ কয়েক বছর ধরে কলকাতার ঐতিহ্যপূর্ণ পরিবহনগুলিকে সংরক্ষিত করে মিউজিয়ামে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছিল। এই তালিকায় যেমন ছিল ট্রাম, তেমন এখন এই দোতলা বাসটিকেও রাখা হয়েছে তালিকায়। আগামী প্রজন্ম যাতে এই ঐতিহ্যময় যানগুলির কথা জানতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।