শনিবার পেনসিলভেনিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের সময় গুলি চলে। সেই খবরে এখন সারা বিশ্ব তোলপাড়। ৭৮ বছর বয়সি প্রাক্তন প্রেসিডেন্ট অবশ্য এখন ভালো আছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁর উপর নজর রাখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
একদিনে সারা বিশ্বের নেতারা এই ঘটনায় তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ধরনের হিংসার ঘটনার নিন্দা করেছেন। তখন এর পাশাপাশি আরও একটি ঘটনা উঠে এসেছে। অনেকেই বলছেন, জনপ্রিয় কার্টুন শো ‘দ্য সিম্পসনস’ নাকি অনেক আগেই এই আক্রমণের ঘটনার আন্দাজ করেছিল।
সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই কার্টুন শো-এ পুরনো দৃশ্যের স্ক্রিনশট। আর সেগুলি ব্যাপক মাত্রায় ভাইরাল হয়ে গিয়েছে।
এদিকে গুলি চলার ঘটনার পরে তাঁর প্রথম বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওটা আমার ডান কানের উপরের অংশে আঘাত করে। আমি অবিলম্বে বুঝতে পেরেছিলাম, যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে।গুলির শব্দও শুনেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে টের পাচ্ছিলাম বুলেটটা চামড়া ছিঁড়ে দিয়ে যাচ্ছে।’
ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা তৎপরতার সঙ্গে সামলানোর জন্য সিক্রেট সার্ভিস এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এবং প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, পেনসিলভানিয়ার গুলি চালানোর ঘটনাটি ওঁরা খুব দ্রুত সামলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি সেই সব মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই, এই সমাবেশে যে ব্যক্তি যিনি নিহত হয়েছেন, এবং যিনি গুরুতর আহত হয়েছেন।
এর পরে তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য একটি ঘটনা। আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে, এটা ভাবাই যায় না। বন্দুকধারী যে এখন মারা গিয়েছে। যদিও এখনও তার সম্পর্কে কিছু জানা যায়নি। আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছিল। আমি অবিলম্বে টের পেলাম, কিছু গণ্ডগোল হয়েছে। একটা ঝাঁকুনি লাগল। অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই বুঝতে পারলাম কী হচ্ছে। ঈশ্বর আমেরিকার আশীর্বাদ করুন।’