বাংলা নিউজ > টুকিটাকি > এই কোম্পানির ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা, তার দায়িত্ব এখন এক বাঙালির হাতে

এই কোম্পানির ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা, তার দায়িত্ব এখন এক বাঙালির হাতে

লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্ব কিনেছেন কলকাতার শাহিদ রহমান।

ইংল্যান্ডের রানি নাকি এই কোম্পানিরই চা খান। সেই লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্ব কিনেছেন কলকাতার বাঙালি শাহিদ রহমান। এক সময়ে পেশাদার ক্রিকেটার হতে চাওয়া এই বাঙালি এখন শাসন করছেন ইংল্যান্ডের চায়ের বাজার। 

রণবীর ভট্টাচার্য

লন্ডনের বাসিন্দা তথা কলকাতার ছেলে শাহিদ রহমান। অনুর্ধ্ব ১৩ ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন যুবরাজ সিংহদের সঙ্গে। কাঁধে চোট না পেলে হয়তো ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলাই ভবিতব্য ছিল শাহিদের। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পাশ করে ইংল্যান্ড পাড়ি দেওয়ার পর জীবন অন্য পথে এগোতে থাকে তাঁর। মিডিয়া নিয়ে পড়াশোনার পর বিবিসি, স্কাই স্পোর্টসে দীর্ঘ দিন কাজ করার পরে ব্যবসা শুরু করে শাহিদ। ভুললে চলবে না শাহিদের বাবার সঙ্গে ভারতীয় ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত। ১০০র বেশি টেস্ট এবং ওয়ান ডে ম্যাচে অফিসিয়াল স্কোরার হিসেবে কাজ করেছেন এবং খেলার জগতের অনেক রথী-মহারথী তাঁকে চিনতেন। সেই শাহিদের হাত ধরেই ভারতে আসছে লন্ডন টি এক্সচেঞ্জ, ঐতিহাসিক চায়ের ব্র্যান্ড, যার গুণমুগ্ধ স্বয়ং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

ভারতীয় জীবনে চা অঙ্গাঙ্গীভাবে জড়িত। চায়ে পে চর্চাই হোক কিংবা আরামকেদারায় হেলান দিয়ে একটু আয়েসি আলোচনা, চায়ের বিকল্প পাওয়া নেহাৎ সহজ নয়। শাহিদ রহমান অতি সম্প্রতি ভারতে লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্ব নিয়েছেন। শাহিদের কথায়, ‘আমি কলকাতার ছেলে। চা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ। আমরা আশা করছি সামনের দিনে অন্তত ২০০টি স্টোর খোলার আর প্রথম বছরে অন্তত ৫০টি স্টোর খোলার।’

লন্ডন টি এক্সচেঞ্জের চা সারা বিশ্বেই বিখ্যাত। 
লন্ডন টি এক্সচেঞ্জের চা সারা বিশ্বেই বিখ্যাত। 

ব্র্যান্ডটি বিদেশি হলেও ভারতীয় খদ্দেরদের কথা মাথায় রেখে চা কিন্তু সাধ্যের মধ্যেই থাকছে। এই বিষয়ে শাহিদ আরও জানান, ‘যেভাবে বেশ কয়েক দশক ধরে স্টারবাকস উন্নত মান ও সেরা পরিষেবায় শীর্ষে থেকেছে, আমিও চাই আমাদের ব্র্যান্ড সেভাবেই এগোক। শুধু চা নয়, কফির ক্ষেত্রেও আমরা বিশ্বমানের পরিষেবা দেব ভারতীয়দের।’

বলাই বাহুল্য, এখন শহরাঞ্চলের ভারতীয়দের পক্ষে ক্যাফে - রেস্টুরেন্টে গেলে খরচ খুব একটা কঠিন বা কষ্টসাধ্য নয়। সেই দিক থেকে দেখলে শাহিদ রহমানের এই নতুন ভাবনা সফল হওয়ার দাবি রাখে। আপাতত ঠিক করা হয়েছে ভারতীয় শহরগুলোর মধ্যে মুম্বই, কলকাতা, হায়দরাবাদে প্রথম ধাপে স্টোর খোলা হবে।

তবে লন্ডন টি এক্সচেঞ্জের সোনালি চায়ের পাতা নিয়ে কিন্তু দেশে বিদেশে অনেক আগ্রহ রয়েছে। ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! হ্যাঁ, চায়ের ক্ষেত্রে প্রিমিয়াম যাকে বলে, সেটিও ভারতে নিয়ে এসেছেন শাহিদ। খুব শীঘ্রই ব্রিটিশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ভারতের লন্ডন টি এক্সচেঞ্জের এবং হাইকমিশনের তরফ থেকেও শাহিদ রহমানের কথা বলা হবে।

প্রথম জীবনে শাহিদ ডান হাতে ব্যাট আর হালকা অফ স্পিন করতেন। এই বার অবশ্য পিচ অত কঠিন নয় বরং শাহিদের কাছে অনেকটাই চেনা। তাই কলকাতার ছেলে শাহিদের জন্য একরাশ শুভেচ্ছা রইল।

টুকিটাকি খবর

Latest News

সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.