বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion: ধাঁধা, নাকি মন বোঝার পথ? ছবিতে কোন প্রাণী প্রথম দেখছেন, উত্তরেই চেনা যাবে আপনাকে
একটি ছবি। তার মধ্যে দু’টি প্রাণী। কারও কারও প্রথমে চোখে পড়ছে একটিকে। কারও অন্যটিকে। কিন্তু কার চোখে কোনটি আগে পড়ছে, সেই উত্তর থেকেই নাকি চেনা যাবে মানুষকে। হালে এমনই এক ছবি জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিতে রয়েছে দু’টি প্রাণী। একটি ব্যাঙ আর একটি ঘোড়া। কোন প্রাণীটির ছবি আপনার প্রথমেই চোখে পড়ছে, সেটির উপর নির্ভর করেই বলা সম্ভব আপনি কেমন মানুষ। রইল তার উত্তর। (আরও পড়ুন: হাত থেকে কার্পেটে পড়ে যেতেই ভ্যানিশ ফোন! আপনি খুঁজে দেখবেন নাকি)

যদি প্রথমেই ব্যাঙের ছবিটি দেখতে পান:
- এর প্রথম অর্থ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে।
- আপনাকে সহজেই বিশ্বাস করা যায়। বিশ্বাস ভঙ্গের কাজ আপনি করেন না।
- আপনার মতামত এবং ভাবনাচিন্তার উপর অন্যেরা ভরসা রাখতে পারেন।
- আপনি শান্তি এবং সততা পছন্দ করেন। (আরও পড়ুন: একা উট নয়, ছবিতে আছেন একজন মানুষও! তাঁর মুখ খুঁজে পেলে বুঝবেন, আপনাকে ঠকানো কঠিন)

যদি প্রথমেই ঘোড়ার ছবিটি দেখতে পান:
- আপনি বাধাবিপত্তি জয় করতে ভালোবাসেন।
- ছোট ছোট বিষয়ের দিকে আপনার কড়া নজর আছে।
- আপনি দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ।
- আপনি খুব শান্তভাবে দিন কাটাতে পছন্দ করেন না। কারণ আপনার মধ্যে এক ধরনের সৃজনশীলতা সব সময়ে কাজ করে।
- আপনি নতুন কিছু সৃষ্টি রতে চান।
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যিনি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, যাঁরা যে প্রাণীটিকে প্রথম দেখতে পাচ্ছেন, তার উপর নির্ভর করে বলা সম্ভব তিনি কেমন মানুষ।