পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > New Guidelines to Prevent Monkeypox: মাঙ্কিপক্স থেকে বাঁচতে কি হস্তমৈথুনও করা যাবে না? নতুন নির্দেশিকায় কী কী বলা হল
মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এই রোগের সংক্রমণের সঙ্গে সম্পর্ক আছে যৌনসম্পর্কের। তাই এই রোগটি ঠেকাতে এবার নতুন নির্দেশিকা জারি করল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। কী কী বলা হয়েছে সেখানে? যৌনমিলন তো বটেই, তার সঙ্গে হস্তমৈথুন বা স্বমেহন নিয়েও নানা পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
কী কী পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়?
- মাঙ্কিপক্সে আক্রান্তের সঙ্গে যৌনমিলনে বিরত থাকতে পুরোপুরি নিষেধ করা হয়েছে।
- আক্রান্তের সঙ্গে চুম্বন করা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।
- যৌন উদ্দীপক কোনও খেলনা বা পোশাক ব্যবহার করার ক্ষেত্রেও সাবধান থাকতে বলা হয়েছে। এই ধরনের কোনও জিনিস ব্যবহার করার আগে তা ভালো করে পরিষ্কার করে নিতে বলা হয়েছে।
- পোশাক পরা অবস্থায় যৌনসম্পর্কে লিপ্ত হওয়া থেকেই বিরত থাকতে বলা হয়েছে।
- হস্তমৈথুন বা স্বমেহন নিয়েও সাবধান করা হয়েছে। বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত কারও সঙ্গে দেখা হলে, তার পরে হস্তমৈথুনের আগে নিজেকে ভালো করে পরিষ্কার করে নিতে। না হলেও ছড়াতে পারে এই অসুখ।
- বাড়িতে মাঙ্কিপক্সে আক্রান্ত কেউ থাকলে হস্তমৈথুনের ক্ষেত্রে বিশেষ ভাবে সাবধান হতে বলা হয়েছে।
হালে বহু দেশেই ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। ইউরোপে আক্রান্ত অনেকেই। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞানীদের সন্দেহ, যৌনমিলন এই রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দেয়। আর সেই কারণেই নতুন নির্দেশিকা জারি। আর সেখানে প্রধানত যৌনমিলন প্রসঙ্হগেই নানা পরামর্শ দেওয়া হয়েছে রোগটি থেকে বাঁচার জন্য।