মা হওয়া এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি। একজন নারী তখনই পরিপূর্ণতা পান যখন তিনি মা হন। মা হওয়ার সময় কিছুটা ভয়, কিছুটা আনন্দ এবং কিছুটা উত্তেজনা কাজ করে একজন নারীর মনে। তবে এই সবকিছুকে অতিক্রম করে এক সদ্যোজাতের মাকে দেখা গেল ‘কৃষ্ণ’ নামে বিভোর হয়ে থাকতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।
সম্প্রতি ফেনিল কোঠারি নামের এক ব্যক্তি x নামক একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন,
‘A Moment of goosebumps’
‘She literally prayed to give eternal life to the baby.’
(আরও পড়ুন: খেতে পায় না এই দেশের শিশুরা, বিশ্বের ২০টি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ভারতও)
তবে ভিডিয়োটি ঠিক কোন হাসপাতালের, তা সঠিকভাবে এখনও জানা যায়নি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা OT - তে শুয়ে রয়েছেন। সি সেকশন সার্জারি করছেন চিকিৎসকরা। খুব স্বাভাবিকভাবেই যে কোনও মহিলা এই মুহূর্তে কিছুটা চিন্তিত, কিছুটা উদ্বিগ্ন থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই মহিলাকে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভজন গাইতে।
ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন, মহিলাটি ‘শ্রী কৃষ্ণা গোবিন্দ হরে মুরারি’ গানটি গেয়ে সর্বশক্তিমানের কাছ থেকে নিজের এবং আগত সন্তানের জন্য আশীর্বাদ চাইছেন। এই গোটা ঘটনার সাক্ষী হয়ে ছিলেন উপস্থিতি চিকিৎসকরা। ভিডিয়োটি দেখলে কোথাও যেন আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে।
গত ১৯ জুন এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়। এখনও পর্যন্ত ২.৫ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এটি। বহু মানুষ নিজের মতো করে মন্তব্যও করেছেন। এক ব্যক্তি যেমন লিখেছেন, "ভালোবাসার সব থেকে বিশুদ্ধ রূপ দেখতে পেলাম।"অন্য একজন আবার লিখেছেন,"মায়ের ভালোবাসা সত্যি অতুলনীয়।"
(আরও পড়ুন: সুইজারল্যান্ডে আছে আরও এক ভারত, ভাইরাল ভিডিয়ো দেখে চমকে গেলেন নেটিজেন)
এক নেটিজেন যেমন লিখেছেন, ‘মায়ের প্রার্থনার শক্তি অটুট, সন্তানের জন্য মায়ের আশীর্বাদের থেকে বড় কিছু হয় না।’ আবার একজন লিখেছেন, “শক্তিশালী মহিলা।" একজন লিখেছেন, “যন্ত্রণা সত্বেও কী সুন্দরভাবে আপনি গান গাইছেন, দেখে সত্যিই মন ভালো হয়ে গেল।" এইভাবেই ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে মানুষ নিজের ভালোবাসাও জানিয়েছেন ওই মা এবং সন্তানকে।