১। স্ত্রী: ওগো, বাংলা ১৪০০ সাল উপলক্ষে চদ্দ পদ রান্না করলাম। কেমন হল?
স্বামী: মন্দ নয়, তবে চোদ্দ বার না আবার টয়লেটে দৌড়াতে হয়।
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, আজ মনখুলে হাসলে বাকি মাস ভালো যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। ছাতা মাথায় মন্টু বাজারে যাচ্ছে। কিন্ত ছাতায় একটা ফুটো। মন্টুর ছাতায় বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করল, কী হে মন্টু, ছাতায় ফুটো কেন?
মন্টু বলল, আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে?
(আরও পড়ুন: গোমড়া মুখ কেন? একটু তো হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে)
৩। এক মহিলার চোখে অপারেশনের পর হাসপাতালে চিৎকার-চেঁচামেচি দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন,
ডাক্তার: হয়েছেটা কী বলুন তো? চিৎকার করছেন কেন?
ভদ্রমহিলা: চিৎকার করব না কি হাসব? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।
ডাক্তার: আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আর আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?
ভদ্রমহিলা: অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। কিন্তু এখন অন্য রকম লাগছে, তাই।
ডাক্তার: চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফলভাবেই হয়েছে।
(আরও পড়ুন: ছুটির দিন মানেই আনন্দে থাকার দিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন থাকুক ফূর্তিতে)
৪। স্বামীর মৃত্যুর কয়েক দিন পরেই এক মহিলা তার দেওরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটা মনঃক্ষুন্ন হল। একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ করল, শোবার ঘরের দেওয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো। সবাই খুব খুশি হল ছবি দেখে। এদের মধ্যে একজন ছিল নতুন। সে মহিলার স্বামীকে চিনত না। ছবি দেখে তাই জানতে চাইল, ছবিটা কার?
মহিলা বললেন, আমার ভাশুরের। কয়েক দিন আগে মারা গিয়েছেন।
(আরও পড়ুন: ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’
খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’