বিয়ের বয়স নাকি মাত্র তিন মিনিট? এও কী সম্ভব? শুনতে অবাক লাগলেও সত্যি। ঘটনাটি কুয়েতের। জানা গিয়েছে, বিয়ের তিন মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় দম্পতির। নববধূর অভিযোগ, বিয়ের ঠিক পরমুহুর্তেই তাঁকে অপমান করেন স্বামী। আর তাই দেরি না করে স্বামীর থেকে বিবাহ বিচ্ছাদ চান তিনি। ইনডিপেনডেন্টস ইন্ডি-র প্রতিবেদন থেকে মেলে এই তথ্য।
ঘটনাটি কী?
কোর্টে সদ্য বিয়ের আইনি প্রক্রিয়া মিটেছে। এরপর কোর্টরুমের বাইরে চত্বরে হাঁটছিল দম্পতি। সেই সময় হঠাৎ হোঁচট খান সদ্য বিবাহিত মহিলা, আর হোঁচট খেয়ে নববধূ পড়ে যান স্বামীর গায়ে। মেট্রোর একটি রিপোর্ট অনুযায়ী, সেই সময় রেগে গিয়ে স্ত্রীর হোঁচট খাওয়া নিয়ে তাঁকে 'বোকা' (স্টুপিড) বলে চেঁচিয়ে ওঠেন ব্যক্তি। আর এই শুনেই প্রচণ্ড রেগে যান নববধূ। অপমানিত বোধ থেকেই এই আইনি বিয়ে বাতিলের অনুরোধ করেন। বিচারক নববধূর যুক্তি মেনে বিয়ে বাতিল করেন। হিসেব মতো বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় দম্পতির। ঘোষণা হয়েছে, দেশের মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে বিবাহ বিচ্ছদের ঘটনা এটি।
আরও পড়ুন: (এবার দহি হান্ডি খেলা হবে আইপিএলের ছাঁচে, কীভাবে নিলাম করা হবে সেরা গোবিন্দাদের?)
প্রকৃত ঘটনাটি ২০১৯ সালে ঘটলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের ভাইরাল হয়েছে এই ঘটনা। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমি এক বিয়েবাড়িতে গিয়েছিলাম যেখানে বর তাঁর বউকে নিয়ে রসিকতা করে ভাষণ দিচ্ছিলেন। সকলের সামনে বউকে নিয়ে রঙ্গ-রসিকতা করছিলেন তিনি। ওই মহিলারও তাঁর স্বামীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত যেমনটা এক্ষেত্রে মহিলা করেছিলেন।' আর এক ব্যক্তি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে লিখেছেন, 'সম্মান ছাড়া একটি বিয়ে শুরু থেকেই ব্যর্থ হয়।' আর একজনের সংযোজন, 'শুরুতেই যদি ব্যক্তি তাঁর স্ত্রীয়ের সঙ্গে এমন আচরণ করেন তবে তাঁর সঙ্গে থাকা উচিত নয়।'
আরও পড়ুন: (রাধিকার ফুলের দোপাট্টা পছন্দ হয়েছে? ২০০০ টাকায় বাড়িতে বানিয়ে ফেলুন আপনিও)
২০০৪ সালে আমেরিকার এক দম্পতি বিয়ের মাত্র ৯০ মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ করেন। মাত্র দেড় ঘণ্টা টিকেছিল সেই বিয়ে। সেই বিয়েও ছিল আইনি বিয়ে। গ্রেটার ম্যাঞ্চেস্টারের স্টকপোর্ট রেজিস্টার অফিসে স্কট ম্যাককি এবং ভিক্টোরিয়া অ্যান্ডারসন বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কিছুক্ষণ পরই শেষ হয়ে যায় সম্পর্ক। এই ঘটনায়, স্বামীর সঙ্গে নববধূর এক বন্ধুর কথা কাটাকাটি হয়। বন্ধুকে হেনস্থার অভিযোগ তোলেন নববধূ। স্বামীর এইরূপ আচরণে ক্ষিপ্ত হন তিনি। এমনকি, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও এক পুলিশ অফিসারকেও মারধরের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। সদ্য বিবাহিত স্বামীর এই স্বভাব ও আচরণ পরিষ্কার হতেই বিচ্ছেদ নেন ওই মহিলা। শোনা যায়, ডিভোর্সের উদযাপনও করেন মহিলা।