৯০ দশকে যখন একের পর এক ফ্যামিলির ড্রামা বক্স অফিসে হিট প্রমাণিত হচ্ছিল, ঠিক তখনই আরও একটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা মানুষের মন জয় করে নিয়েছিল। ১৯৯৪ সালের সালমান খান এবং মাধুরী দীক্ষিতের অসামান্য কেমিস্ট্রি মুগ্ধ করেছিল সকলকে। ঠিকই ধরেছেন, সিনেমাটির নাম ‘হাম আপকে হ্যায় কৌন’। ৩০ বছর অতিক্রান্ত হয়ে গিয়েও যার জনপ্রিয়তা বিন্দুমাত্র কম হয়নি। তবে আজ এই সিনেমার এমন ৭টি তথ্য তুলে ধরা হবে, যা হয়তো এতদিন কেউ জানতো না।
সিনেমাটি আসলে রিমেক: অনেকেই জানেন না ১৯৮২ সালের সিনেমা ‘নদীয়া কে পার’, সিনেমার রিমেক হল ‘হাম আপকে হ্যায় কৌন’। ‘নদীয়া কে পার’, সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শচীন পিলগাঁওকর এবং সাধনা সিং। উত্তরপ্রদেশের একটি গ্রামীন এলাকায় ওই সিনেমাটি শ্যুট করা হয়েছিল। তবে রিমেক হলেও ‘হাম আপকে হ্যায় কৌন’ অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘নদীয়া কে পার’ সিনেমাটির থেকে।
(আরও পড়ুন: লাগেজ ট্রলিতে বসে জয়পুর বিমানবন্দরে ঢুকলেন পাইলট, ভাইরাল ভিডিয়ো)
মাধুরী দীক্ষিতের বেতন: জালে অবাক হবেন নিশার চরিত্রে অভিনয় করে মাধুরী দীক্ষিত পারিশ্রমিক পেয়েছিলেন ২৭,৫৩৫,৭২৯ টাকা, যা সেই সময় খুব কম অভিনেত্রী পেতেন। শুধু তাই নয়, এই সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন মাধুরী।
স্ক্রিপ শেষ করতে দুই বছর: ৩:৩০ মিনিটের এই সিনেমার স্ক্রিপ্ট শেষ করতে প্রায় দুই বছর লেগে গিয়েছিল। যদিও এই অতিরিক্ত সময় লাগা যে যথাযথ, তা প্রমাণ হয়েছিল সিনেমাটি মুক্তি পাওয়ার পর।
দিদি তেরা দেওর দিওয়ানা - নকল: আজও যে গানটি প্রত্যেকটি বিয়ে বাড়ির অন্যতম গান হিসাবে গণ্য করা হয়, যে গানটি ছাড়া সংগীত অনুষ্ঠান অসম্পূর্ণ, সেই গানটি কিন্তু আসলে ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ‘সারে নবীন’, গানটি থেকে অনুপ্রাণিত হয়েছিল।
সালমান খান পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না: যে প্রেম চরিত্রের জন্য সালমান খান বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই চরিত্রের জন্য প্রথমে আমির খানকে বেছে নেওয়া হয়েছিল। তবে আমির খান ব্যস্ত থাকার কারণে তিনি প্রত্যাখ্যান করে দেন এই সিনেমার অফার এবং পরবর্তীকালে এই সিনেমার জন্য সালমান খানকে বেছে নেওয়া হয়।
(আরও পড়ুন: বন্ধু বিদেশে? মন খারাপ করবেন না, পাঠিয়ে দিন বন্ধু দিবসের উষ্ণ শুভেচ্ছা)
হাম আপকে হ্যায় কৌন সিনেমার সঙ্গে এম এফ হোসেনের সম্পর্ক: এম এফ হোসেন যে একজন বিখ্যাত চিত্রশিল্পী তা সকলেরই জানা। মাধুরী দীক্ষিতের প্রতিচ্ছবি তৈরি করে তিনি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। আপনি হয়তো জানেন না, মাধুরী দীক্ষিতের গুনমুগ্ধ এই চিত্রশিল্পী ‘হাম আপকে হ্যায় কৌন’, সিনেমাটি প্রায় ৫৫ বার দেখেছিলেন, আর যা দেখেছিলেন শুধুমাত্র মাধুরী দীক্ষিতের জন্য।
মুক্তির আগে সমালোচনা: সিনেমাটি প্রায় সাড়ে তিন ঘন্টার সিনেমা ছিল এবং সিনেমাটিতে ছিল ১৪ টি গান। এত দীর্ঘকায় সিনেমায় এবং অতিরিক্ত গানের জন্য রিলিজের আগে সিনেমাটি নিয়ে প্রচুর সমালোচনা করা হয়েছিল। যদিও পরবর্তীকালে সেটি যে নিতান্তই অর্থহীন হয়ে গিয়েছিল, তা বলাই বাহুল্য।