ভ্যালেন্টাইন্স ডে-র দিন প্রেমিকের নজর কাড়তে চাইলে করে নিন চকোলেট ফেসিয়াল। সামান্য কয়েকটা জিনিস দিয়েই পেয়ে যান উজ্জ্বল ত্বক।
1/5ভ্যালেন্টাইন্স ডে-র দিন প্রেমিকের কাছে পৌঁছে যান একেবারে ঝকঝকে চেহারায়। তার জন্য করতে হবে চকোলেট ফেসিয়াল। সময় লাগবে মাত্র ৩০ মিনিট। ট্যান তো পরিষ্কার হবেই, সঙ্গে যাদের স্কিনে পিগমেন্টেশনের সমস্যা আছে তাঁদের জন্যও এই ফেসিয়াল খুব উপকারী। স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে করবেন চকোলেট ফেসিয়াল-
2/5বিভিন্ন খনিজ সমৃদ্ধ ও ভিটামিন যুক্ত এই উপাদানটি ত্বককে দাগমুক্ত রাখতে সাহায্য করে। বয়সের ছাপ পড়তে দেয় না। কোকো পাউডার খুব ভালো ডিটক্সিফাই হিসেবে কাজ করে আপনার ত্বকে। এই কোকো পাউডার দিয়েই আজকে বানাতে হবে আপনার ফেসিয়ালের জন্য স্ক্রাবার, ম্যাসাজ ক্রিম আর ফেসপ্যাক।
3/5চকোলেট স্ক্রাবারের জন্য ১ চামচ কোকো পাউডারের সঙ্গে ১ চামচ ইনস্টান্ট কফি মিশিয়ে নিন। এবার ড্রাই স্কিন হলে দুধ দিন আর অয়েলি ত্বকে গোলাপ জল। এবার মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। তারপর তৈরি করে রাখা এই স্ক্রাবার দিয়ে ম্যাসাজ করুন। নাকের পাশে, থুতনিতে থাকা ব্ল্যাক বা ওয়াইট হেডস পরিষ্কার হয়ে যাবে এতে।
4/5এবার ম্যাসাজ ক্রিম বানাতে একটা বাটিতে দই নিন ১ চামচ। এতে ১ চামচ কোকো পাউডার আর হাফ চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার এটি দিয়ে আপার সার্কুলার মোশনে ১০-১৫ মিনিট ম্যাসাজ করে নিন। এবার জল দিয়ে ধুয়ে নিন মুখ।
5/5সবশেষে তৈরি করে নিন ফেসপ্যাক। এর জন্য হাফ চামচ কোকো পাউডার, হাফ চামচ কফি, হাফ চামচ মধু, কয়েক ফোঁটা আমন্ড অয়েল (ড্রাই স্কিনের জন্য)-এর সঙ্গে দুধ বা গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ১৫ দিনে ১ বার করলে উপকার বুঝতে পারবেন কয়েক দিনেই।