স্বপ্ন ভেঙ্গে চুরমার। বিলাসবহুল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখাই হল সার। একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সব শেষ। ঘোর বিপাকে ৬৮ বছর বয়সী এক মহিলা।
আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা জেনি ফেনিক্স। ২৯,২৮,৫৪১০ টাকা খরচ করে, ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের জন্য, নিজের সব কিছু বিক্রি করে দিয়েছিলেন তিনি। বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করতে ভিলা ভি ওডিসির সঙ্গে স্বাক্ষর করেন তিন বছরের চুক্তিও। এই চুক্তি অনুযায়ী, একটি বিলাসবহুল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের কথা ছিল জেনির। সব কিছুই ঠিকঠাক চলছিল। এরপরেই ধেয়ে আসে বিপদ।
আরও পড়ুন: (PM Modi Statue: হাজারও হিরে দিয়ে তৈরি মোদীর স্ট্যাচু, চোখ ঝলসে দিল ভাইরাল ভিডিয়ো)
ফাঁস হয়ে যায় জেনির একটি গোপম হোয়াটসঅ্যাপ চ্যাট। এরপরেই জেনিকে ক্রুজ থেকে নিষিদ্ধ করা হয়। ক্রুজে চড়ে ভ্রমণের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। জানা গিয়েছে, এই ভ্রমণের জন্য ৬৮ বছর বয়সী জেনি দুই সন্তানের মা, ডিভোর্স হয়েছে আগেই। তিনি নিজের সমস্ত সম্পত্তি এবং ব্যবসাও বিক্রি করে দেন ভ্রমণের জন্য। এমনকি ব্যাগ নিয়ে গোছগাছও শুরু করে দিয়েছিলেন।
কী এমন লিখেছিলেন হোয়াটসঅ্যাপে
কিন্তু যাত্রা শুরুর আগে ক্রুজের সময়সূচী পরিবর্তন করা হয়। এরপর সহযাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনি লেখেন, 'আমি খুব হতাশ যে আমরা মিয়ামিতে থামব না, ভ্রমণের জন্য প্রয়োজনীয় জিনিস নিতে পারব না। আমি এটা আরও উদ্বিগ্ন যে বেলফাস্ট ছেড়ে যাওয়ার পরেও, আমার কেবিনে হয়ত কাজ চলবে। তাই আমার কেবিনে ক্রু সদস্যরা থাকতে পারেন। তার জন্য আমাকে হয়ত একটি অস্থায়ী কেবিনে থাকতে হবে।
আরও পড়ুন: (Durga puja: পুজোর মন্ডপে স্বয়ং ফেলুনাথ! রিজেন্ট পার্কের থিমে এবার থাকবে সত্যজিতের ছোঁয়া)
ক্রুজ জাহাজ অপারেটর ভিলা ভি রেসিডেন্স জেনির মেসেজ পাওয়ার পরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। এই বাতিলের কারণ জানাতে গিয়ে ক্রুজ অপারেটর বলেন যে জেনির এমন আচরণ সম্প্রদায়ের উৎসাহকে প্রভাবিত করছে। নিউইয়র্ক পোস্টে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে জেনি বলেন, এই ঘটনাটি আমার ওপর মানসিক ও শারীরিকভাবে দারুণ প্রভাব ফেলেছে। এই বিষয়ে কথা বলা আমার পক্ষে খুবই কঠিন। ক্রুজে উপস্থিত অন্যান্যদের মতন, আমিও স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তাঁরা চিন্তা না করেই আমার কাছ থেকে এই স্বপ্নটি ছিনিয়ে নিয়েছেন।
ক্রুজের এই সিদ্ধান্তে শুধুমাত্র যে জেনির স্বপ্ন ভেঙেছে তা নয়। জেনির এখন থাকার জায়গাটাও অনিশ্চিত। এ প্রসঙ্গে জেনি নিজেই জানান যে আমার ভবিষ্যতের জন্য, আমি নতুন পরিকল্পনা না করা পর্যন্ত আমাকে আমার মেয়ের সঙ্গে থাকতে হবে।
কোম্পানির ওয়েবসাইট অনুসারে, এই ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের জন্য ভিলা ভি রেসিডেন্সের প্যাকেজ শুরু হয় ২.৫১ কোটি টাকা থেকে। এর জন্য ভ্রমণকারীকে কমপক্ষে অর্ধেক টাকা অগ্রিম জমা দিতেই হয়।