ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন, দুটোই সমানতালে সামলাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রীর জীবনে ঘনিয়ে এলো দুঃসময়। চলতি বছরের জুন মাসে স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু মারণ রোগের সঙ্গে কীভাবে হাসিমুখে লড়াই করতে হয়, সেটাই প্রতিনিয়ত সকলকে দেখাচ্ছেন হিনা।
নিজের অসুস্থতার কথা প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। একের পর এক কেমোথেরাপি, মুখের ঘা এমন কি অসুস্থতার মধ্যে শারীরিক কসরতের কথাও তিনি উল্লেখ করেছেন বারবার। এবার হিনাকে দেখা গেল লাল রংয়ের লেহেঙ্গা চোলিতে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের আকারে ছড়িয়ে পড়ল সেই ছবি এবং ভিডিয়ো।
(আরও পড়ুন: ডিভোর্সি, মাসে আয় দশ হাজার, আবদার বরের থাকবে মোটা আয়, ঘোরাতে হবে সারা বিশ্ব!)
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মাথার চুল একেবারে ছোট করে কেটে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কোনওভাবেই ভেঙে পড়েনি তিনি, তাই এবার পরচুল পরে ফটোশুট করতে দেখা গেল হিনাকে। নববধূর সাজে সেজে সকলের সামনে ধরা দিলেন হিনা, এক কথায় অভিনেত্রীকে দেখে চোখ সরানো যাচ্ছিল না।
যে ভিডিয়োটি অভিনেত্রী পোস্ট করেছেন তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাবা বলতেন, সব সময় মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না।’ এই মনের জোরই হয়তো মুখের হাসির প্রতিফলন হয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে।
অভিনেত্রী শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি লাল রঙের লেহেঙ্গা চোলি পরে রয়েছেন তিনি। মাথায় লাল ঘোমটা। সঙ্গে মানানসই গয়না। তবে সব কিছুর থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর মুখের হাসি এবং উজ্জ্বল মুখ। ক্যানসারে আক্রান্ত হয়ে যখন অন্য রোগীরা মনের জোর হারিয়ে ফেলেন সেখানে এইভাবে সুন্দর করে সেজে র্যাম্প ওয়াক করা, সত্যিই কল্পনার অতীত।
(আরও পড়ুন: আইনস্টাইনের চিঠি বিক্রি হল ৩২ কোটি টাকায়! পরমাণু বোমা নিয়ে কী লেখা ছিল?)
প্রসঙ্গত, কিছুদিন আগেই একতা কাপুরের আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত ছিলেন তিনি। অভিনেত্রী পরেছিলেন এটি হলুদ রঙের কো- অর্ড সেট। হিনার কথায়, ‘আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটুকুই আমি করতে পারব। বাকি আল্লাহ-র ওপর ছেড়ে দিয়েছি আমি। ঈশ্বর আমার চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। এই লড়াই সত্যিই সহজ ছিল না। কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।’