বাংলা নিউজ > টুকিটাকি > Hina Khan: এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান
পরবর্তী খবর

Hina Khan: এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান

অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান

Hina Khan: ক্যানসার আক্রান্ত হলেও মনের জোর হারাতে রাজি নন হিনা খান। সব প্রতিকূলতা সত্ত্বেও এবার বধূ বেশে হাজির হলেন অভিনেত্রী। ইন্টারনেটে ভাইরাল সেই ছবি আর ভিডিয়ো। 

ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন, দুটোই সমানতালে সামলাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রীর জীবনে ঘনিয়ে এলো দুঃসময়। চলতি বছরের জুন মাসে স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু মারণ রোগের সঙ্গে কীভাবে হাসিমুখে লড়াই করতে হয়, সেটাই প্রতিনিয়ত সকলকে দেখাচ্ছেন হিনা।

নিজের অসুস্থতার কথা প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। একের পর এক কেমোথেরাপি, মুখের ঘা এমন কি অসুস্থতার মধ্যে শারীরিক কসরতের কথাও তিনি উল্লেখ করেছেন বারবার। এবার হিনাকে দেখা গেল লাল রংয়ের লেহেঙ্গা চোলিতে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের আকারে ছড়িয়ে পড়ল সেই ছবি এবং ভিডিয়ো।

(আরও পড়ুন: ডিভোর্সি, মাসে আয় দশ হাজার, আবদার বরের থাকবে মোটা আয়, ঘোরাতে হবে সারা বিশ্ব!)

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মাথার চুল একেবারে ছোট করে কেটে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কোনওভাবেই ভেঙে পড়েনি তিনি, তাই এবার পরচুল পরে ফটোশুট করতে দেখা গেল হিনাকে। নববধূর সাজে সেজে সকলের সামনে ধরা দিলেন হিনা, এক কথায় অভিনেত্রীকে দেখে চোখ সরানো যাচ্ছিল না।

যে ভিডিয়োটি অভিনেত্রী পোস্ট করেছেন তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাবা বলতেন, সব সময় মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না।’ এই মনের জোরই হয়তো মুখের হাসির প্রতিফলন হয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে।

অভিনেত্রী শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি লাল রঙের লেহেঙ্গা চোলি পরে রয়েছেন তিনি। মাথায় লাল ঘোমটা। সঙ্গে মানানসই গয়না। তবে সব কিছুর থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর মুখের হাসি এবং উজ্জ্বল মুখ। ক্যানসারে আক্রান্ত হয়ে যখন অন্য রোগীরা মনের জোর হারিয়ে ফেলেন সেখানে এইভাবে সুন্দর করে সেজে র‍্যাম্প ওয়াক করা, সত্যিই কল্পনার অতীত।

(আরও পড়ুন: আইনস্টাইনের চিঠি বিক্রি হল ৩২ কোটি টাকায়! পরমাণু বোমা নিয়ে কী লেখা ছিল?)

প্রসঙ্গত, কিছুদিন আগেই একতা কাপুরের আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত ছিলেন তিনি। অভিনেত্রী পরেছিলেন এটি হলুদ রঙের কো- অর্ড সেট। হিনার কথায়, ‘আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটুকুই আমি করতে পারব। বাকি আল্লাহ-র ওপর ছেড়ে দিয়েছি আমি। ঈশ্বর আমার চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। এই লড়াই সত্যিই সহজ ছিল না। কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।’

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জুটিতে জমজমাট পুজো, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.