Viral News: পোষ্যপ্রেমের নতুন নতুন নজির এখন প্রায়ই খবরের শিরোনামে স্থান করে নেয়। সম্প্রতি টাকার অঙ্কের নিরিখে তেমনই নজির গড়ল চিনা তরুণী ইয়িকেমোচির পোষ্যপ্রেম। সাংহাইনিবাসী এক তরুণী সোশ্যাল মিডিয়ায় পেট ইনফ্লুয়েনসার হিসেবে খ্যাত। সম্প্রতি তিনি তাঁর পোষ্যদের জন্য বিশেষভাবে সাজানো একটি ক্লোসেট (একধরনের আলমারি বলা যেতে পারে) প্রকাশ্যে এনেছেন। প্রায় ২৫০০ পোশাক ও বিবিধ সাজ সরঞ্জামে সমৃদ্ধ ওই ক্লোসেটটির মূল্য অন্ততপক্ষে ২৪ মিলিয়ন বা ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন ওই তরুণী। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর, তাঁর পোষ্য সারমেয়দের ফ্যাশনের সঙ্গে সবসময় আপডেটেড রাখাই তাঁর লক্ষ্য। আর এই কারণেই এই বিপুল অঙ্কের টাকা তিনি ব্যয় করেন বলে জানা গিয়েছে।
ইয়িকেমোচির ওয়াক-ইন ক্লোসেটটি কেবল একটি আলমারি নয় বরং তার তিন প্রিয় কুকুর - মোচি (৬), মিল্কি (৫) এবং পিগি (৩) - এর জন্য একটি ফ্যাশন ইউটোপিয়া। ফ্যাশন, আরাম এবং বিলাসিতাকে মাথায় রেখে, ওই ক্লোসেটটিতে ২,৫০০ টিরও বেশি পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে। ডিজনি-থিমযুক্ত পোশাক থেকে শুরু করে সূচিকর্ম করা স্কার্ট এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আপডেটের ফ্যাশনের অভ্যন্তরীণ পোশাক পর্যন্ত সেখানে রয়েছে। সংবাদমাধ্যমের খবর, ইয়িকেমোচির কুকুরের কাছে এমন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে যা ট্রেন্ডি মানুষের পোশাককেও লজ্জা দেবে।
যেমন ধরা যাক, ফ্যাশন ওয়াড্রোবে রয়েছে একটি টুইড কোটের মতো সুন্দর, ডিজাইনার পোশাক যার দাম ৪,০০০ থেকে ৫,০০০ ইউয়ান ( ভারতীয় মুদ্রায় যা ৪৬,০০০ থেকে ৫৮,০০০ টাকা)। ইয়িকেমোচি তার সারমেয়দের জন্য কাশ্মীরি সোয়েটারও বানিয়েছেন স্পেশাল অর্ডার দিয়ে যার প্রতিটির দাম প্রায় ৩৫,০০০ টাকা। এছাড়াও, চকচকে চুলের ক্লিপ, সানগ্লাস, লিড এবং ছোট হ্যান্ডব্যাগের মতো বিলাসবহুল জিনিসপত্রও একটু ঘাঁটলে দেখতে পাওয়া যাবে ক্লোসেটের ভিতর। স্টাইল এবং প্রয়োজনের ভিত্তিতে একেক দিন একেকরকম স্টাইলে সাজানো হয় পোষ্যদের, এমনটাই জানিয়েছেন ইয়িকেমোচি।
প্রসঙ্গত, ইয়েকেমোচি তাঁর পোষ্যদের ফ্যাশনের সঙ্গে আপডেটেড রাখতে মানানসই পোশাকের খোঁজে থাকেন। তাই নিয়মিত দক্ষিণ কোরিয়া এবং জাপানে যান বিশেষ পোশাকের সন্ধানে। পাশাপাশি, তিনি স্থানীয় অনলাইন শপিং ওয়েবসাইটগুলির মাধ্যমে ইমপোর্টেড ইতালীয় পোশাক আকছার কিনে থাকেন।