
Sign of Diabetes: সহজেই ডায়াবিটিস কী করে বোঝা যায় জানেন? কোন তিনটি লক্ষণ দেখলেই সাবধান হবেন
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2021, 11:47 AM IST- রক্তে শর্করার মাত্রা বাড়লে কিছু কিছু সংক্রমণ কমতে চায় না। এমন কোনগুলি ডায়াবিটিসের পূর্বাভাস?
ক্রমশ বাড়ছে ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যা। খাদ্যাভ্যাসের সমস্যা, মানসিক চাপের মতো নানা কারণে সারা পৃথিবী জুড়েই এই সমস্যা বাড়ছে। কিন্তু ডায়াবিটিস নিয়ে সবচেয়ে সমস্যার বিষয় হল, চট করে এই রোগ বোঝা যায় না। অনেকের ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় এ কোনও লক্ষণ ধরা পড়ে না। অনেক পরে এই রোগের চিহ্নগুলো ধরা পড়তে শুরু করে। তত দিন শরীরের নানা অঙ্গের ক্ষতি হতে শুরু হয়েছে।
কিন্তু ডায়াবিটিসও গোড়াতেই ধরা সম্ভব। কতগুলো প্রাথমিক লক্ষণ দেখলেই সাবধান হতে হবে। রক্ত পরীক্ষা করাতে হবে। তেমনই বলছেন চিকিৎসকরা। এর মধ্যে একেবারে প্রথমেই রয়েছে কয়েকটি সংক্রমণ। ডায়াবিটিস হলে নানা ধরের সংক্রমণের আশঙ্কা বাড়ে বা কয়েকটি সংক্রমণ সহজে সারতে চায় না। এই লক্ষণগুলো দেখলেই বুঝতে হবে, রক্তে শর্করা বেড়ে গিয়ে থাকতে পারে। তখন পরামর্শ নিতে হবে চিকিৎসকের।
কোন তিনটি সংক্রমণ দেখলে বা সেগুলো সহজে না সারলে চিকিৎসকের পরামর্শ নেবেন: