পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > মকর সংক্রান্তিতে ঝটপট বানিয়ে ফেলুন তিলের নাড়ু, রইল রেসিপি
রাত পোহালেই মকর সংক্রান্তি ও পৌষ পাবর্ণ। মকর সংক্রান্তিতে তিল ও গুড় খাওয়াকে শুভ মনে করা হয়। আবার বাংলার ঘরে ঘরে এদিন রকমারি পিঠেপুলি তৈরি করেন মা-ঠাকুমারা। বাড়ির ছোট সদস্যরাও হইহই করে এদিন রান্নার কাজে হাত লাগায়। তাদের জন্য এখানে দেওয়া রইল তিল নাড়ু তৈরির প্রণালী। কম উপকরণে চটপট তৈরি করা যায় এই নাড়ু।
উপকরণ
- ১ ১/৪ কাপ তিল
- ১ টেবিলচামচ ঘি
- ১ ১/৪ কাপ গুড়
- ১/৪ কাপ টুকরো করা চিনা বাদাম
- ১/২ চামচ এলাচ গুঁড়ো
প্রণালী
- প্রথমে একটি কড়াইতে তিল ঢেলে ৮ মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সেঁকে নিন। তিলটিকে এবার সরিয়ে রেখে দিন।
- অন্য একটি প্যানে ঘি গরম করে এতে গুড় মেশান। ৪ মিনিট পর্যন্ত কম আঁচে ভালোভাবে ঘি ও গুড় মেশাতে থাকুন।
- গুড় ভালোভাবে গলে গেলে এতে আগে থেকে সেঁকে রাখা তিল, চিনাবাদাম, এলাচ গুঁড়ো দিয়ে কম আঁচে ১ মিনিট পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে যান। এ ক্ষেত্রে আখের গুড় ব্যবহার করতে পারেন। তবে তিল, বাদাম ভালো ভাবে পাক না ধরলে এতে সামান্য চিনিও মেশাতে পারেন, যাতে ভালোভাবে নাড়ু পাকানো যায়।
- এবার একটি পাত্রে তিলের মিশ্রণ বার করে নিন। হাত সামান্য ভিজিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে নাড়ু বানান।
নিজের হাতে তৈরি এই নাড়ু সকলকে খাইয়ে মন জয় করতে বিলম্ব করবেন না।