বিশ্ববিখ্যাত টাইম পত্রিকার মলাট মানেই সাড়া ফেলে দেওয়ার মতো আকর্ষণ। বলিউডের তারকারা নানা সময় জায়গা করে নিয়েছে এই পত্রিকার মলাটে। শাহরুখ থেকে পারভিন, দীপিকা থেকে প্রিয়াঙ্কা, তালিকায় ছিলেন সেরা অভিনেতা থেকে সেরা অভিনেত্রী।
1/6বিশ্ববিখ্যাত টাইম পত্রিকার কভার মানেই সাড়া ফেলে দেওয়ার মতো আকর্ষণ। বলিউডের তারকারা নানা সময় জায়গা করে নিয়েছে এই পত্রিকার মলাটে। শাহরুখ থেকে পারভিন, দীপিকা থেকে প্রিয়াঙ্কা, তালিকায় ছিলেন সেরা অভিনেতা থেকে সেরা অভিনেত্রী। (Time)
2/6ঐশ্বর্য রাই: ২০০৩ সালে ঐশ্বর্য রাই এই পত্রিকার মলাটে জায়গা করে নেন। তাঁকে ‘সিনেমার নয়া মুখ’ বলে অ্যাখ্যা দেওয়া হয়। কালো ডিপ নেক ড্রেসে দেখা যায় অমিতাভের পুত্রবধুকে। ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকারও দেন তিনি। (Time)
3/6প্রিয়াঙ্কা চোপড়া: ২০১৬ সালে প্রিয়াঙ্কা চোপড়াকে মনোনীত করা হয় টাইমস পত্রিকার কভারের জন্য। সেবারে সহঅভিনেতা ডোয়েন জনসন তাঁর কাজের প্রশংসা করেন। কীভাবে কঠিন পরিশ্রম করে প্রিয়াঙ্কা সাফল্য অর্জন করেছেন, সে কথাও লেখেন তিনি। (Time)
4/6আমির খান: ২০১২ সালে টাইম পত্রিকার মলাটে দেখা দিলেন আমির খান। তার মুখের একটি ক্লোজ আপ ফটো দিয়ে সাজানো হয়েছিল ওই মলাট। পত্রিকার সংস্করণের নাম ছিল ‘খান'স কোয়েস্ট’। সেবার ম্যাগাজিনে একজন এন্টারটেনারের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন আমির। ২০১৩ সালে তাঁকে আবার বেছে নেওয়া হয়। সেবার আমিরকে নিয়ে লিখেছিলেন এ আর রহমান! (Time)
5/6পারভিন ববি: টাইম ম্যাগাজিনের মলাটে ১৯৭৬ সালে যে বলিউড মুখকে দেখা যায়, তিনি হলেন পারভিন ববি। তবে এই ম্যাগাজিনে বলিউড নিয়ে বেশ নিন্দাও করা হয়। যার জন্য রীতিমতো খাপ্পা হন বলিউডের অধিকাংশ পরিচালক। (Time)
6/6শাহরুখ খান: এর পরের বছর অর্থাৎ ২০০৪ সালে শাহরুখ খানকে দেখা যায় টাইমস ম্যাগাজিনের মলাটে। যা শাহরুখ ভক্তদের মধ্যে রীতিমতো ঝড় তুলে দেয়। ওই বছর শাহরুখের পরপর তিনটি হিট সিনেমা মুক্তি পেয়েছিল। (Time)