বাংলা নিউজ > টুকিটাকি > আপনি কি শ্যামবর্ণা? ত্বকের চর্চায় এই বিষয়গুলো এবার থেকে অবশ্যই খেয়াল রাখবেন

আপনি কি শ্যামবর্ণা? ত্বকের চর্চায় এই বিষয়গুলো এবার থেকে অবশ্যই খেয়াল রাখবেন

ত্বক ভালো রাখার উপায়। 

ত্বক চর্চায় ঘরোয়া নানা জিনিস ব্যবহার করতে পরেন। ত্বক স্বাস্থ্যোজ্জ্বল ও সতেজ থাকলে যে কোনও গায়ের রংই ভালো দেখায়। 

গায়ের রং কালো বা ফর্সা-- তা নিয়ে মাথা ব্যথার সময় এটা আর নয়। আজকাল খুব কম মেয়েই আছেন নিজের ‘কালো’ রং ‘ফর্সা’ করার পিছনে সময় নষ্ট করেন। তবে জানেন কি, শ্যামলা রং ধরে রাখার জন্য পাগল পৃথিবীর অনেক নারীরাই। তাঁরা মনে করে, ফর্সা নয় একটু চাঁপা গায়ের রং-ই বেশি আকর্ষণ করে মানুষকে। তাই গায়ের রং শ্যামবর্ণ হলেও একটু দেখভাল করুন নিজের। যাতে ত্বকের চকচকে ভাব বজায় থকে। ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে ও সতেজ দেখায়। 

জানেন তো, শ্যামলা ত্বকে বলিরেখা দেখা দেয় অনেক দেরিতে। কিন্তু ব্রণ বা রোদের কারণে সানবার্ন হয় খুব জলদি। ত্বকের রং যেরকমই হোক, তা শুষ্ক দেখালে চলবে না। খুব করে জল খান। প্রতিদিন নিয়ম মেনে ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং করুন। সপ্তাহে একবার স্ক্রাব করতে পারলে ভালো। কারণ, এই ধরনের ত্বকে আর্দ্রতায় ঘাটতি পড়লে তা খুব তাড়াতাড়ি বোঝা যায় – কারণ ত্বকে সাদা সাদা দাগ পড়ে সে ক্ষেত্রে।

সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। ভারতীয় আবহাওয়ায় SPF ৪০ থেকে ৫০-র মধ্যে ব্যবহার করতে পারলে ভালো। এবং ৪-৫ ঘণ্টার বেশি রোদে থাকলে আরও একবার সানস্ক্রিন মেখে নিন। বাড়ি ফিরে ঠান্ডা জলে মুখ দেবেন। এতে সারাদিন রোদে পোড়া ত্বক, অনেকটাই আরাম পাবে। 

ত্বক চর্চায় ঘরোয়া নানা জিনিস ব্যবহার করতে পরেন। এসেনশিয়াল অয়েল ও নারকেল তেল খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে ত্বকে একটা চকচকে ভাব আসবে। যাঁরা কাঁচা হলুদ ব্যবহার করেন, তাঁরা মনে রাখবেন যে শ্যামলা ত্বকে কিন্তু হলুদের ছোপ স্পষ্ট চোখে পড়ে – উলটোদিকে যাঁরা ফরসা, তাঁদের উজ্জ্বলতা আরও বেড়ে যায়। তাই হলুদ এড়িয়ে গেলে ভালো করবেন। বাজার চলতি ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করবেন না দয়া করে। তার চেয়ে দুধের সর, মুলতানি মাটি, পাকা পেপে দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। রোদে পোড়া দাগ দূর করতে দই ব্যবহার করতে পারেন। 

টুকিটাকি খবর

Latest News

আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.