নভেম্বর ডিসেম্বর মানেই বিয়ের মরশুম শুরু। এই সময় অনেকেই বন্ধু -বান্ধব, আত্মীয় বা প্রতিবেশির বিয়েতে নিমন্ত্রণ পেয়ে থাকেন। অনেকে আবার নিজেই বসেন বিয়ের পিঁড়িতে। তাই এই সময় বিশেষ করে কনে ও তাঁর বন্ধুরা তাঁদের সৌন্দর্যের ব্যাপারেও খুবই সচেতন থাকেন। বহু আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। তাঁদের মুখের যত্ন নেওয়া এবং এর উজ্জ্বলতা বজায় রাখা তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাছাড়াও শীতকাল মানে নানা উৎসব, পিকনিক লেগেই থাকে। আর গরমের মতো অস্বস্তিকর পরিবেশ না থাকায় এই সময় সকলেই বেশ মন খুলে সাজতে পারেন। কিন্তু অনেক সময় বড় কোনও অনুষ্ঠানের এক-দুই দিন আগে হঠাৎ করে ব্রণ দেখা দেয়, যা মুখের সৌন্দর্য্যকে প্রভাবিত করে।
তবে ব্রণ দেখা দিলে মন খারাপ করার বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আপনিও খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আপনাকে কিছু টিপস মাথায় রাখতে হবে। এতেই অনেক টাকা খরচ না করেও খুব অল্প ব্যয়ে চট জলদি মুখে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।
আরও পড়ুন: ওজন কমানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ ! লাল পালং শাকের উপকারিতা জানলে না খেয়ে থাকতে পারবেন না
ব্রণ নিরাময়ের সহজ উপায়
১. ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া: প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এটি মুখের ফোলাভাব কমাতে সাহায্য করে এবং সতেজতা আনে।
২. নিম পাতার পেস্ট লাগান: কিছু তাজা নিম পাতার পিষে পেস্ট তৈরি করুন। এটি ব্রণে লাগান এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ, যা ব্রণ থেকে ব্যাকটেরিয়া দূর করে।
৩. ডাবের জল ব্যবহার করুন: পেস্টটি ধুয়ে ফেলার পর, তুলোর সাহায্যে মুখে নারকেল জল লাগান। এটি ত্বককে শীতল রাখার পাশাপাশি একে হাইড্রেটেড করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
আরও পড়ুন: ওজন কমানো থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, মুলোর উপকার জানলে আজ থেকেই রাখবেন পাতে
যে বিষয়গুলি মনে রাখতে হবে
১. বারবার আপনার মুখ স্পর্শ করবেন না, কারণ এতে ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
২. জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন এবং বেশি করে জল পান করুন।
৩. সঠিক ফেস ক্রিম এবং মেকআপ বেছে নিন, আপনার স্ক্রিন টাইপ অনুযায়ী।