বাংলা নিউজ > টুকিটাকি > ব্রণ-র সমস্যা থেকে মুক্তি পেতে টোনার বানান বাড়িতেই, পান ঝকঝকে ত্বক!
পরবর্তী খবর

ব্রণ-র সমস্যা থেকে মুক্তি পেতে টোনার বানান বাড়িতেই, পান ঝকঝকে ত্বক!

বাড়িতে বানানো টোনার দিয়েই নিন ত্বকের যত্ন। 

বাড়িতেই বানিয়ে নিতে পারবেন টোনার, দেখে নিন কীভাবে।

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হল মুখে ব্রণর সমস্যা দেখা যায়। তা আরও খারাপ অবস্থা নেয় যখন মুখে থাকা ব্রণ কমে যাওয়ার পরেও থেকে যায় দাগ। তাই ব্রণ-র সমস্যা থেকে মুক্তি পেতে একদম প্রথমেই নিন সঠিক ব্যবস্থা। বাড়িতেই প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন তিনটি টোনার যা শুধুমাত্র আপনাকে তৈলাক্ত ত্বকের হাত থেকে মুক্তি দেবে না, কমাবে ব্রণ-র সমস্যাও। 

টোনার কি ও কেন ব্যবহার করবেন?

টোনার ত্বক পরিষ্কার করতে এবং ত্বকের রোমকূপের মুখগুলোকে সঙ্কুচিত করতে ব্যবহৃত হয়। কারণ রোমকূপ খুলে গেলে ত্বকে তেল-ময়লা বেশি জমে ও ত্বক দাগযুক্ত দেখায়। অতএব, মুখকে সুন্দর ও পরিষ্কার করতে টোনার রোজ ব্যবহার করা উচিত। যাদের তৈলাক্ত ত্বক তাঁরা বাড়িতেই এভাবে টোনার বানিয়ে নিতে পারেন। 

অ্যালোভেরা জেল টোনার

অ্যালোভেরা জেল দিয়ে টোনার তৈরি করতে পারেন খুব সহজে। পানীয় জলে এক চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। যদি আপনার ত্বক খুব সংবেদনশীল হয়, তাহলে আপনি ৪-৫ ফোঁটা টি-ট্রি অয়েলও এতে যোগ করতে পারেন। এবার তা তুলোয় করে লাগান। ফ্রিজে রাখলে একবার বানানোর পর  ২-৩ দিন রাখতে পারবেন। টি-ট্রি অয়েলের বদলে আপনি এতে আধা চা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে দিনে অন্তত তিনবার মুখে স্প্রে বা তুলা দিয়ে লাগাতে পারেন।

গোলাপ জলের টোনার

যারা অ্যালোভেরা জেল পছন্দ করেন না তাদের জন্য গোলাপ জল সবচেয়ে ভালো বিকল্প। গোলাপ জলে আধা চা চামচ গ্লিসারিন যোগ করুন। ১০-১৫ দিনের জন্য এটি সংরক্ষণ করতে পারেন।

নিম টোনার

এটি বানানোর জন্য নিম পাতা জলে ফুটিয়ে নিন। সেই জল একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার তা স্প্রে বোতলের সাহায্যে মুখে ছিটিয়ে নিন। এটাও ফ্রিজে রাখলে ৩-৪ দিন ব্যবহার করা যাবে।

Latest News

'শুভবুদ্ধির উদয় হোক', জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকল নবান্ন, ‘দুর্ভাগ্যজনকভাবে…..’ 'ঝাঁঝ-অদম্য জেদ আছে…', জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের ‘ভাষা’য় মুগ্ধ সুদীপ্তা! ‘সরকারি হাসপাতালের পরিবেশ, আসলে তো তোমরাই করছ শেষ…’! নচিকেতার কথায় বিঁধল দেবাংশু আরজি কর নিয়ে সত্যিই কি মমতার পাশে RSS? রাষ্ট্রপতি শাসন হবে? খোলসা করলেন শুভেন্দু সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত, মোকাবিলায় ৫০০০ কমান্ডো মোতায়েন করবে কেন্দ্র পুজোর অফার দিচ্ছে Tata, একাধিক গাড়িতে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় সুপার বেবি রাজ-কন্যা ইয়ালিনি! মাত্র ১০ মাস বয়সে শুভশ্রীর মেয়ে দাঁড়িয়ে নিজের পায়ে খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, ‘এবার শেষ খেলা…’ লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.