বাংলা নিউজ > টুকিটাকি > What is Tomato Flu: আবার কড়াকড়ি বিভিন্ন রাজ্যের সীমানায়, ছড়াচ্ছে নতুন রোগ! নাম টমেটো ফ্লু

What is Tomato Flu: আবার কড়াকড়ি বিভিন্ন রাজ্যের সীমানায়, ছড়াচ্ছে নতুন রোগ! নাম টমেটো ফ্লু

কী এই টমোটো ফ্লু?

ভারতে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে টমেটো ফ্লু। কারা এই অসুখে আক্রান্ত হচ্ছেন? এর লক্ষণগুলিই বা কী কী? এই সক

খাদ্যে বিষক্রিয়ার পরে এবার নতুন এক ভাইরাসের সংক্রমণ। এর নাম টমোট ফ্লু। তীব্র গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে কেরলের বিভিন্ন অংশে। এখনও পর্যন্ত ৮০ জন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।

ইতিমধ্যে কেরল এবং তামিলনাড়ুর সীমানায় কড়ার নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জ্বর বা অন্য অসুস্থতা নিয়ে যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যেতে না পারেন, সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে।

কী এই টমেটো ফ্লু?

মূলত জ্বর হচ্ছে এই অসুখে। তার সঙ্গে তালুতে বা পায়ের পাতায় লাল রঙের ফোসকা। এই কারণেই একে বলা হচ্ছে টমোটে ফ্লু। যদিও এটি একেবারে নতুন কোনও ভাইরাস নাকি চিকুনগুনিয়া বা ডেঙ্গির প্রভাবে এটি হচ্ছে— তা নিয়ে সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত কেরলের বিভিন্ন অংশে এই অশুখটির সন্ধান পাওয়া গেলেও অন্যত্র এটি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।

উপসর্গ কী কী?

  • প্রচণ্ড জ্বর
  • হাত এবং পায়ে লাল রঙের ফোসকা
  • গায়ে-হাতে-পায়ে ব্যথা
  • ক্লান্তি
  • বমি
  • পেটব্যথা
  • ডিহাইড্রেশন

এই সংক্রমণ হলে কী করবেন?

চিকিৎসকরা বলছেন, যাঁরা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অন্যদের থেকে দূরে রাখতে হবে। আর ফোসকাগুলি যাতে গলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

কাদের হচ্ছে এই অসুখ?

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ৫ বছরের বয়সের নীচের শিশুদের এই সংক্রমণটি হচ্ছে। তাই তাদের বেশি সাবধানে রাখার কথা বলা হচ্ছে।

বন্ধ করুন