বাংলা নিউজ > টুকিটাকি > Rakhi Purnima Wish: আগামিকাল রাখি পূর্ণিমা, ভাই বোনকে পাঠাতে পারেন এই ভাবে রাখি পূর্ণিমার শুভেচ্ছা

Rakhi Purnima Wish: আগামিকাল রাখি পূর্ণিমা, ভাই বোনকে পাঠাতে পারেন এই ভাবে রাখি পূর্ণিমার শুভেচ্ছা

রাখি বন্ধন একটি বিশেষ উৎসব। এই দিনটিকে ভাই-বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

Rakhi purnima date and time 2023: রাখি পূর্ণিমার দিন ভাই বা বোনকে কী ভাবে পাঠাতে পারেন শুভেচ্ছা বার্তা, জেনে নিন এখান থেকে।

ভারতকে বলা হয় উৎসবের দেশ। প্রতিদিন কোনও না কোনও উৎসব অবশ্যই এখানে আসে। রাখি বন্ধন একটি বিশেষ উৎসব। এই দিনটিকে ভাই-বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এখানে উল্লিখিত কিছু উক্তির দ্বারা আপনি এই ভাবে আপনার ভাই বা দাদাকে রাখি বন্ধনের জন্য শুভেচ্ছা জানাতে পারেন।

 

১. রাখি বন্ধন নয় শুধু বিনিময় উপহারের

রাখি বাধে এক সূত্রে ভাই বোনের হৃদয়কে বন্ধনে।

রইল রাখি বন্ধনের শুভেচ্ছা।

 

২. মন খুলে করি আজ দীর্ঘায়ু কামনা

তুই সুখে থাকিস চিরকাল এ বিশ্ব ভুবনে।

রইল পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা।

 

৩. রাখি বন্ধনের পবিত্র দিনে করি ঈশ্বরের কাছে প্রার্থনা

আমাদের ভাই বোনের বন্ধন হয় যেন আরও দৃঢ় ।

শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা।

 

৪. সময়ের সঙ্গে স্মৃতি হতে পারে দুর্বল

কিন্তু আমাদের ভাই বোনের বন্ধন হবে না কভু দুর্বল।

রইল রাখি পূর্ণিমার শুভেচ্ছা।

 

৫. আমাদের ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো মধুর

যতই হোক লড়াই ঝগড়া আমাদের সম্পর্ক থাকবে অটুট।

শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা।

 

৬. বছর ঘুরে এলো সুখের দিন

তোর বাঁধা সুতো করল আমার জীবন রঙিন ।

শুভ রাখি পূর্ণিমা।

 

৭. আনন্দ আর ভালবাসায় ভরা তোর সঙ্গে সুতোর এই বন্ধন চিরকাল থাকুক অটুট। রইল রাখি পূর্ণিমার শুভেচ্ছা।

 

৮. রাখি মানে রং বেরঙের সুতোর বাহার

রাখি মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।

শুভ রাখি পূর্ণিমা।

বন্ধ করুন