কর নতুন করে লাগু হল তেমনটা নয়। তবে এবার সেই কর আরও কড়াকড়িভাবে লাগু করা হচ্ছে বলেই খবর। দার্জিলিংয়ে যাঁরা এবার ঘুরতে যাবেন তাঁদের এবার নির্দিষ্ট অঙ্কের টাকা কর হিসাবে দিতে হবে। সোমবার দার্জিলিং পুরসভার তরফে এনিয়ে ফের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদেরও এই করের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আসলে এটা মূলত জঞ্জাল সাফাইয়ের জন্য় কর। বিগত দিনেও এই ধরনের একটা কর নেওয়া হত। প্রায় ৩০ বছর আগে এই ধরনের কর চালু করা হয়েছিল। তবে নানা সময় এই করের ব্য়াপারে সেভাবে কড়াকড়ি করা হত না। তাছাড়া যখন থেকে মোর্চার আন্দোলনের জেরে পাহাড় অশান্ত হয়ে ওঠে সেই সময় থেকেই এই কর আদায়ের ক্ষেত্রে শিথিলতা তৈরি হয়েছিল। তারপর থেকে সেই পরিস্থিতিটা চলছিল। তবে ফের সেই কর আরোপ করার উদ্যোগ নেওয়া হবে।
এজন্য বিশেষ কুপনের ব্যবস্থা করা হবে। তবে পর্যটন ব্যবসায়ীদের মধ্য়ে এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পর্যটকদের মধ্যে এনিয়ে বিভ্রান্তি হতে পারে। সেই সঙ্গেই দুর্নীতির আশঙ্কাও করা হচ্ছে। শেষ পর্যন্ত এই টাকা কতটা পুরসভার তহবিলে জমা পড়বে, এই টাকা দিয়ে কতটা দার্জিলিংকে পরিচ্ছন্ন রাখার কাজ করা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
কত টাকা কর দিতে হবে?
আপাতত মাথাপিছু ২০ টাকা করে কর নেওয়া হবে। ২০০৬ সালে জিএনএলএফের সময় এই করের পরিমাণ ছিল মাথাপিছু ৩ টাকা। বর্তমানেও সেই করের পরিমাণ করা হচ্ছে ২০ টাকা মাথাপিছু। তাছাড়া পর্যটকদের উপর বিরাট চাপ পড়ুক এটাও চায় না পুরসভা। তবে এই কর আদায়ের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেটা দেখার জন্যও বলা হয়েছে।
তবে সব মিলিয়ে এবার দার্জিলিংয়ে বেড়াতে গেলে আপনাকে এই কর দিতে হবে।সুন্দরী দার্জিলিংয়কে আরও পরিচ্ছন্ন রাখার জন্য়ই এই উদ্যোগ। এদিকে বছরের বিভিন্ন সময়তেই প্রচুর পর্যটক আসেন দার্জিলিংয়ে। আর ছুটির মরসুমে তো দার্জিলিংয়ে পর্যটকদের একেবারে ঢল নামে।
এর আগে গত বছর নভেম্বর মাসে এই ধরনের কর লাগু করা হয়েছিল দার্জিলিংয়ে। কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে পড়ে সেই কর আদায়ের ক্ষেত্রে শিথিল করে দিয়েছিল পুরসভা।
তবে ফের কর লাগুর সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। তবে পর্যটন ব্যবসায়ীদের একাংশের মতে, পর্যটকদের টোল ট্যাক্স, হোটেলের জিএসটি সবটাই দিতে হয়। তারপরেও কেন তাদের উপর কর?