Travel Tips: সম্প্রতি গোয়ার মূল্যবৃদ্ধি নিয়ে অনেকেই বেশ নাজেহাল। সাধারণ পর্যটকরা রীতিমতো ফ্যাসাদে পড়ছেন গোয়া ঘুরতে গিয়ে। তবে গোয়া বাদেও ঘুরে আসতে পারেন অন্য কিছু সমুদ্রসৈকত থেকে। এখানে গেলে গোয়ার মতোই ফিল হবে। পাশাপাশি খরচও পড়বে অনেকটা কম। বলে রাখা ভাল, এই স্থানগুলি কোনওটাই দেশে নয়। অর্থাৎ গোয়ার থেকে কম খরচে ঘুরে আসতে পারবেন বিদেশের কিছু সেরা সমুদ্রসৈকত (Best Sea Beach Cheaper Than Goa)।
১. বালি, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার বালি পর্যটনকেন্দ্র হিসেবে সারা বিশ্বেই বিখ্য়াত। তবে একই সঙ্গে এখানকার সমুদ্র সৈকতও নামকরা। গোয়ার মতো সানবাথ থেকে বিচে পার্টি করার মতো সুবিধা রয়েছে বালিতে। তাও আবার গোয়ার থেকে অনেকটাই কম খরচে। এখানকার খাবার ও থাকার খরচও অনেকটাই কম। তাই এবার পাসপোর্ট করিয়েই চলে যেতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে।
আরও পড়ুন - বয়স্কদের জন্য বিশেষ UPI অ্যাপ বাজারে, অনলাইন পেমেন্ট এবার আরও সহজ
২. সিয়েম রিপ, কম্বোডিয়া
কম্বোডিয়ার সিয়েম রিপ বলতেই অনেকে বোঝেন আঙ্কোরভাটের বিখ্যাত মন্দির। মন্দিরের জন্য মূলত এই স্থানটির খ্যাতি হলেও এখানকার থাকা খাওয়া অনেকটাই সস্তা। পর্যটকদের জন্য এখানে স্বল্পমূল্যে স্ট্রিটফুড পাওয়া যায়। পাশাপাশি হোটেলও মেলে অনেকটাই কম ভাড়ায়। গোয়ার থেকে বেশ সস্তা সিয়েম রিপ। বিদেশি পর্যটকদের জন্য বিচেও রয়েছে একাধিক সুবিধা। ফলে অল্প খরচে বিদেশভ্রমণের সুযোগ ছেড়ে দেওয়া কিন্তু মোটেই ঠিক হবে না।
৩. ফুকেত, থাইল্যান্ড
স্থানীয় সংস্কৃতির পাশাপাশি সুরম্য সমুদ্রসৈকত আপনাকে আকর্ষণ করবে। ফুকেতের আকর্ষণের মধ্যে রয়েছে সেখানকার সিফুড, স্ট্রিটফুড, এছাড়াও নাইটলাইফ। রাতের বেলা ফুকেতের পথঘাট মানুষজন ও দোকান মিলিয়ে জমজমাট হয়ে ওঠে। গোয়ার থেকে অনেক কম খরচেই ফুকেতে বিলাসে সময় কাটাতে পারবেন।
আরও পড়ুন - HT বাংলার চোখে ২০২৪-এ চন্দননগরের সেরা ১০ জগদ্ধাত্রী পুজো ! না দেখলে মিস করবেন
৪. শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন বিষয় দৃষ্টি আকর্ষণ করবে যেকোনও পর্যটকের। ভারত মহাসাগরের উপর অবস্থিত ভারতের এই প্রতিবেশী দ্বীপটিতে ঘুরে আসতেই পারেন। কারণ প্রকৃতি উপভোগ ও সুন্দর সমুদ্রসৈকতের পাশাপাশি অল্প খরচে পাবেন ঘোরার সুবিধা।
৫. হানোই, ভিয়েতনাম
পর্যটনকেন্দ্র হিসেবে হানোই দীর্ঘদিন ধরেই বিখ্যাত। তার মূলত দুটি কারণ এক, অল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা, অন্যদিকে অল্প খরচে খাওয়ার ব্যবস্থা। সমুদ্রসৈকতের পাশাপাশি এখানের সমৃদ্ধ সংস্কৃতি অগণিত পর্যটকদের মুগ্ধ করে। আর এর সবটাই হতে পারে গোয়ার থেকে কম খরচে। ফলে দেরি না করে এখন থেকেই শুরু করে দিতে পারেন প্ল্যানিং।