বাংলা নিউজ > টুকিটাকি > Woman Drinks over 2 kilo oil: আড়াই কিলো তেল নাগাড়ে পান করে নিলেন মহিলা! উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রাখার
পরবর্তী খবর

Woman Drinks over 2 kilo oil: আড়াই কিলো তেল নাগাড়ে পান করে নিলেন মহিলা! উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রাখার

২ কেজি তেল খেয়ে ফেললেন মহিলা।

দেবতা কামদেবকে এই আদিবাসী সম্প্রদায়ের এই বিশেষ বংশ পুজো করে। কামদেবকে কূলদেবতা হিসাবে দেখা হয়। কথিত রয়েছে, এই বংশের যাঁরা পিতার ঘরের তুতো বোন, তাঁরাই ওই তেল পান করবেন। সেই মতোই মেসারাম নাগুবাই ওই তেল পান করেন।

এই পরম্পরা ৬২ বছরের পুরনো। তেলাঙ্গানার ৫ দিনের উৎসব খামদেব যাত্রা। সেই উৎসবে অংশ নিয়েই এক আদিবাসী মহিলা চুমুক দিয়ে পান করলেন আড়াই কেজি তেল! এই আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস, এই তেল পান করলে আসবে শান্তি, সমৃদ্ধি।

আড়াই কেজি তিলের তেল পান করা খুব একটা সহজ কথা নয়। তবে তেলাঙ্গানার আদিলাবাদে যে ঘটনা ঘটেছে তা দেখে অনেকেই হতবাক। এই ঘটনা মেসারাম নাগুবাইয়ের। তিনি মহারাষ্ট্রের চন্দ্রপুরের কোদ্দরপুর গ্রামের বাসিন্দা। আদিবাসী ওই  সম্প্রদায়ের থোডাসান বংশের সদস্য তিনি। আর পরম্পরাকে মাথায় রেখে তিনি ওই আড়াই কিলো তেল পান করে ফেলেন। উল্লেখ্য, পৌষ মাস উপলক্ষ্যে আয়োজিত ওই উৎসবে বহু বছর ধরেই এই তেল পানের রীতি প্রচলিত রয়েছে। তিলের তেল পানেরর পর ওই মহিলাকে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, দেবতা কামদেবকে এই আদিবাসী সম্প্রদায়ের এই বিশেষ বংশ পুজো করে। কামদেবকে কূলদেবতা হিসাবে দেখা হয়। কথিত রয়েছে, এই বংশের যাঁরা পিতার ঘরের তুতো বোন, তাঁরাই ওই তেল পান করবেন। সেই মতোই মেসারাম নাগুবাই ওই তেল পান করেন। 

উল্লেখ্য, এই উৎসবে যে তেল ব্যবহার করা হয়, সেই তেল বাড়িতে তিল থেকে তৈরি করা হয়। তিন বছর ধরে এই তেল এভাবে বার্ষিক উৎসবে পান দেখা যাচ্ছে। মনে করা হয়, এভাবে তিলের তেল পান তাতে চাষিদের উৎপাদন বাড়বে। আসবে সৌভ্রাতৃত্ব আসবে আনন্দ। উপজাতি জানাচ্ছে, ১৯৬১ সাল থেকে এই পরম্পরা শুরু হয়েছে। অন্তত ২০ জন খুড়তুতো বোন এই তেল এত বিশাল পরিমাণে পান করে গিয়েছেন এই কয়েক বছরে। আগামী ২ বছর মেসারাম নাগুবাই এই তেল পান করার কথা সম্প্রদায়ের রীতি অনুযায়ী। 

উল্লেখ্য, তেলাঙ্গানার যে এলাকায় এই অনুষ্ঠান আয়োজিত হয়, সেখানে তেলাঙ্গানা, মহারাষ্ট্র সমেত বহু এলাকা থেকে আসে জনতা। তাঁরা সকলে এই ঘটনা চাক্ষুস করতে চাইছিলেন। উপস্থিত ছিলেন আদিলাবাদের জেলা পরিষদের প্রধান, বিধায়ক সমেত অনেকে। তবে প্রশ্ন উঠছে এইভাবে তেলপান শরীরের পক্ষে কতটা ভালো তা নিয়ে। আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সের এক চিকিৎসক বলছেন, শরীরের ক্ষমতার ওপর পুরো বিষয়টি নির্ভর করে, তবে এতটা তেল একসঙ্গে পান হজম শক্তিতে প্রভাব ফেলে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.