বাংলা নিউজ > টুকিটাকি > Homemade Hairmasks: চুল পড়া, ডগা ফাটা- একশো সমস্যার সমাধান একটাই, কলা! ব্যবহার করুন এই উপায়ে

Homemade Hairmasks: চুল পড়া, ডগা ফাটা- একশো সমস্যার সমাধান একটাই, কলা! ব্যবহার করুন এই উপায়ে

চুল পড়া, ডগা ফাটার সমস্যা তাড়ান কলার সাহায্যে

Homemade Hairmasks: চুলের নানা সমস্যায় জর্জরিত? চুল পড়া থেকে খুশকি, ডগা ফাটা থেকে অন্যান্য সমস্যায় নাজেহাল? তাহলে এবার সব সমস্যা দূর করতে বেছে নিন কলার মাস্ক। দেখুন কোন উপায়ে ব্যবহার করবেন এটি।

দিন দিন পথ ঘাটে যেভাবে ধুলো দূষণের মাত্রা বাড়ছে তাতে চুলের দফারফা হচ্ছে অধিকাংশ মানুষের। চুল রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। আর ফল? চুল নিস্তেজ হয়ে পড়ছে, ঝরে পড়ছে। আর সব সমস্যা থেকে মুক্তি পেতে চুলের যত্ন নেওয়া আবশ্যক। কিন্তু ব্যস্ততার কারণে বা রাসায়নিক প্রোডাক্ট ব্যবহারের কারণে চুল আরও খারাপ হতে থাকে। বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। দেখা দেয় ডগা ফাটার সমস্যা এবং খুশকি।

এবার এই সমস্ত সমস্যার সমাধান করুন বাড়ি বসে তাও একটি মাত্র উপাদানেই। কলার সাহায্যে সহজেই তাড়ান চুলের নানা সমস্যা। কলায় আছে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬, ম্যাগনেশিয়াম, প্রোটিন, ইত্যাদি। আর এই প্রতিটা উপাদান চুলের জন্য খুবই জরুরি। দেখুন কলা দিয়ে বানানো কিছু হেয়ার প্যাকের কথা যা ব্যবহার করে উপকার পাবেন আপনি।

কলা এবং নারকেল তেল

একটা পাকা কলা চটকে নিন। এবার তাতে দিন এক চামচ নারকেল তেল। এবং সঙ্গে দিন এক চামচ নারকেলের দুধ। এবার সবটা মিশিয়ে একটা পেস্ট বানান। এবার চুল শ্যাম্পু করে শুকিয়ে নিন। তারপর মাথার ত্বকে এবং পুরো চুলে এই প্যাক লাগান ভালো করে। তারপর ৩০ মিনিট এভাবে রাখুন। এরপর আবার শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন। নারকেল তেল চুকে পুষ্টি জোগাবে এবং চুল পড়া বন্ধ করবে। অন্যদিকে কলা চুলে আর্দ্রতা জোগাবে। জেল্লা ফেরাবে।

কলা এবং ডিম

এটার জন্য এক পাকা কলা চটকে নিন। তারপর তার দুটো ডিম দিন এবং এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানান। এবার এটা স্ক্যাল্প সহ চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলে পুষ্টি জোগাবে সঙ্গে চুলের ঔজ্জ্বল্য বাড়াবে।

কলা এবং টক দই

দই চুল পড়া রোধ করে। একই সঙ্গে চুলের রং ধরে রাখে এই উপাদান। একটা পাকা কলা চটকে তাতে ২-৩ চামচ টক দই মিশিয়ে এই পেস্ট চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করে নিন।

কলা এবং অ্যালোভেরা

অ্যালোভেরা জেল এবং একটি পাকা কলা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। তারপর শ্যাম্পু করা চুলে গোড়া থেকে নিচ পর্যন্ত লাগিয়ে রাখুন। দুই ঘণ্টা রেখে এটি ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। অ্যালোভেরা যেমন চুল পড়া কমায় তেমনই এটি খুশকির সমস্যা দূর করে। অকাল পক্বতা আটকায়।

কলা এবং মধু

একটা পাকা কলা চটকে মধু মিশিয়ে সেটা শ্যাম্পু করা চুল এবং স্ক্যাল্পে লাগান। এবার আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার চুলের ঔজ্জ্বল্য বাড়াবে, একই সঙ্গে এটি শুষ্কতা দূর করবে। চুল নরম রাখবে এই মাস্ক।

বন্ধ করুন