পুজোর আগে অফিস থাকার দরুন একদম সময় পাননি পার্লার যাওয়ার? অফিস আর বাড়ি সামলাতে সামলাতেই সময় কেটে গিয়েছে? এদিকে আবার দেখতে দেখতে পুজোও চলে এসেছে। ভাবছেন কী করবেন? এখন তো আবার পার্লার যাওয়া যাবে না, এদিকে বাড়িতে রূপচর্চা করলে পার্লারের মতো ফল পাওয়া যাবে কিনা সেই বিষয়ে সন্দিহান! তাহলে বলি বাড়িতে ফেসিয়াল করেও কিন্তু আপনি ত্বকের জেল্লা ফেরাতে পারেন। পার্লারের মতোই গ্লো ফিরে পেতে পারেন।
পার্লারে যাওয়ার সময় যখন একদমই নেই, তখন আর কী করবেন বাড়িতেই করে নিন ফেসিয়াল। ভাবছেন কী করে সেটা সম্ভব? আসুন দেখে নেওয়া যাক যে ফেসিয়ালের মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
বাড়িতে ফেসিয়াল করার পদ্ধতি:
সবার আগে ত্বক পরিষ্কার করতে হবে। এর জন্য প্রয়োজন হল ক্লিনজার। আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন। হালকা গরম জল দিয়ে আগে মুখ ধুয়ে নিন। তারপর ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। বাড়িতে ক্লিনজার না থাকলে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। তুলোয় করে কাঁচা দুধ নিয়ে মুখ পরিষ্কার করুন। অথবা মধুর সঙ্গে লেবুর রস মিশিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। যে কোনও একটি পদ্ধতি বেছে নিয়ে এক মিনিট ধরে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার ত্বকে জমে থাকা তেল এবং ময়লা সহ মৃত কোষ দূর হবে।
মুখ পরিষ্কার হয়ে গেলে স্ক্রাবিং করুন। এর জন্য আপনি যে স্ক্রাবার ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতে বানাতে পারেন স্ক্রাবার। এটা বানানোর জন্য নিন এক চামচ ওটস গুঁড়ো, সঙ্গে দিন এক চামচ মধু, এবং এক চামচ অলিভ অয়েল। এগুলোকে মিশিয়ে স্ক্রাবার বানান। তারপর ত্বকে দুই থেকে তিন মিনিট ঘষে স্ক্রাবিং করুন। প্রয়োজনে কফি দিয়েও স্ক্রাবিং করতে পারেন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিন।
তারপর ভাপ নিন। এতে ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস দূর হবে।
এরপর লাগাতে হবে ফেস মাস্ক। আপনার বাড়িতে কোনও ফেস মাস্ক থাকলে সেটা ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতে বানাতে পারেন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে দই, কলা এবং মধু মিশিয়ে ফেস প্যাক বানাতে পারেন। আর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে মুলতানি মাটি দিয়ে প্যাক বানাতে। মুলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। এরপর সেটা মুখে লাগিয়ে পনের মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
সবার শেষে মুখে টোনার ব্যবহার করুন। তারপর লাগান ময়েশ্চারাইজার। এবং ক্রিম। এভাবে ত্বকের যত্ন নিন এবং পুজোর আগেই বাড়িতে করে ফেলুন ফেসিয়াল আর পেয়ে যান উজ্জ্বল ত্বক।