ঠান্ডা লাগলে মা-ঠাকুমারা এখনও তুলসী পাতা খাওয়ার কথা বলে থাকেন। তবে শুনলে হয়তো অবাক হবেন তুলসী মুখে মাখা খুব উপকারী। বানিয়ে নিতে পারেন ডিওয়াইআই টোনার ও ফেসপ্যাক।
1/5ত্বকে প্রাণ ফেরাতে রাসায়নিক যুক্ত ক্রিম বা ফেসপ্যাকের বদলে ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা। যা তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে। প্রতিটি বাড়িতেই থাকে তুলসী। যাকে আয়ুর্বেদে বলা হয় সঞ্জীবনী। এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং দেয় কাঙ্খিত উজ্জ্বলতা।
2/5আমেরিকান জার্নাল অফ এথনোমেডিসিন দ্বারা পরিচালিত গবেষণায় দেখা গেছে যে এতে ভিটামিন এ এবং সি এর মতো পুষ্টি রয়েছে। এগুলি ছাড়াও, তুলসী বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎশ। যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
3/5তুলসী রক্তকে সংশোধন করে। ত্বকের সংক্রমণ দূর করতেও তুলসী সহায়ক। ব্রণ থেকে মুক্তি পেতেও তুলসী ব্যবহার করা যেতে পারে। স্কিন টোনার হিসেবেও তুলসী খুব উপকারি। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে টোন করতে সাহায্য করে।
4/5টোনার হিসেবে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। এজন্য জলে তুলসী পাতা ফুটিয়ে নিন। জলের রং সবুজ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন। তারপর সেই জল একটি স্প্রে বোতলে রেখে টোনার হিসেবে ব্যবহার করুন।
5/5তুলসীর সঙ্গে হলুদ মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এর জন্য, আপনি কাঁচা হলুদ পিষে নিয়ে তার সঙ্গে তুরসী পাতা বাটা মেশান। গুঁড়ো হলুদের সঙ্গে তুলসীর টোনার মিশিয়েও মুখে লাগাতে পারেন।