হঠাৎ ভারতীয় বরের পোশাকে নেটদুনিয়ায় দেখা গেল ইলন মাস্কের ছবি। কাকে বিয়ে করতে চলেছেন টুইটার কর্তা? এই নিয়ে কিছুক্ষণের জন্য কানকানিও শুরু হয়ে যায়। পাত্রী কে? তাই তো জানা নেই কারও! তবে হাজার জল্পনার মাঝেই জানা গেল আসল সত্যিটা। কৃত্রিম বুদ্ধিমত্তার নয়া কারসাজি এটি। আর সেই কারসাজির শিকার হলেন টুইটার কর্তা ইলন মাস্ক। বিশেষ কায়দায় ভোল বদল হল তাঁর। টুইটার কর্তার স্যুট বুটের বদলে গায়ে দেখা গেল ঝলমলে শেরওয়ানির সাজ। রীতিমতো বরের পোশাকে তাঁকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। তবে আসল ঘটনা জেনে আশ্বস্ত হন তারা। ইলন মাস্ক অবশ্য এই ঘটনাকে বেশ মজার ছলেই নিয়েছেন। তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছে, এমন কথাও লেখেন ইলন।
আরও পড়ুন: পাবলিক টয়লেটে যেতে হয় মাঝে মাঝেই? ৫ কথা মনে রাখুন, নইলে বড় রোগের আশঙ্কা
আরও পড়ুন: ১৮০০০ বছর আগে জন্ম! সমুদ্রের তলায় বিরাট আগ্নেয়গিরির খোঁজ! কোন বিপদের ইঙ্গিত
পেশায় বিয়ের ছবিগ্ৰাহক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ একজনের কারসাজি এটি। রোলিং ক্যানভাস প্রেজেন্টেশন নামে একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করা হয়। শেয়ারের পরেই ইলনের ছবি দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান নেটিজেনরা। কোন ভারতীয় কন্যাকে বিয়ে করতে চললেন ইলন? জল্পনা ও ছবি দুইই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর তার জেরেই তাতে নজর পড়ে স্বয়ং মাস্কের। ওই ছবিগুলির মধ্যে নিজেকে অতিথিদের সঙ্গে নাচতে দেখে বেশ মজাই পান ইলন। তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল শেরওয়ানিতে। টুইটারে ওই ছবিগুলি একজন পোস্ট করে লেখেন, ‘মাস্ককে নিয়ে একটি বিশেষ ধরনের আর্ট। ভারতীয় বরের পোশাকে টুইটার অধিকর্তা মাস্ক।’ ছবিগুলি টুইটারে দেখার পর ইলন তার রিপ্লাইও দেন। নিখাদ ভালো লাগা থেকেই তিনি লেখেন ‘আই লাভ ইট।’
ইতিমধ্যে ইলন মাস্কের আরেক কারণেই খবরের শিরোনামে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তাঁর নাম উঠে এসেছে তালিকার শীর্ষে। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের তরফে প্রতি বছর এই তালিকা প্রকাশ করা হয়। সেখানে সারা বিশ্বের সবচেয়ে ধনী ৫০০ ব্যক্তিদের নাম থাকে। এই বছর আবারও তালিকার প্রথমে জায়গা করে নেন মাস্ক। কর্মী ছাঁটাই থেকে তাদের অদ্ভুত নির্দেশ পর্যন্ত নানা ঘটনায় তিনি সমালোচিত। তবে নিজের তালে ঠিকই রয়েছেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup