অস্কারজয়ী সিনেমা 'আরআরআর'-এর নিয়ে উন্মাদনা যেন আর শেষ হচ্ছে না। সম্প্রতি অস্কার জিতেছে এই সিনেমার গান ‘নাটু নাটু’। সারা বিশ্বেই এই গানের ‘ফিভার’। সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা বিশ্বের বিভিন্ন হলে এখনও রমরমিয়ে চলছে আরআরআর। এই সিনেমার ‘নাটু নাটু’ গান নিয়ে সমাজ মাধ্যমেও কম উন্মাদনা নেই। ভিডিয়ো থেকে ব্লগ সবেতেই আগুনের মতো উত্তেজনা ছড়িয়েছে ‘নাটু নাটু’। এবার সেই তালিকায় নাম লেখাল ইউক্রেনের যোদ্ধারাও। ‘নাটু নাটু’র বিখ্যাত ট্র্যাকে তাদেরও পা মেলাতে দেখা গেল। কিন্তু হঠাৎ তাঁদের এই ভিডিয়ো কেন?
আরও পড়ুন: পাবলিক টয়লেটে যেতে হয় মাঝে মাঝেই? ৫ কথা মনে রাখুন, নইলে বড় রোগের আশঙ্কা
আরও পড়ুন: ১৮০০০ বছর আগে জন্ম! সমুদ্রের তলায় বিরাট আগ্নেয়গিরির খোঁজ! কোন বিপদের ইঙ্গিত
যুদ্ধের পোশাকে এই নাচের আসলে একটাই উদ্দেশ্য। রাশিয়াকে মোক্ষম জবাব দিতেই এই ভিডিয়ো বানানো হয়। রাশিয়ার কাছে মোটেই মাথা নত করবে না ইউক্রেন। সে কথাই ঠারে ঠারে বুঝিয়ে দিতে এমন নাচের ভিডিয়ো করে তারা। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়। গত বছর মার্চ মাস থেকে লড়াই শুরু হয় ইউক্রেনে। নানাভাবে রফা করার চেষ্টা চলেছিল তার আগে। কিন্তু কোনওভাবেই মাথা নোয়াতে চায়নি ইউক্রেন। তারই জেরে রাশিয়ার সৈন্য আসে ইউক্রেন সীমান্তে। শুরু হয় রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধ ইতিমধ্যে এক বছর পেরিয়ে গেলেও থামেনি। এর মধ্যে জলও গড়িয়েছে অনেক দূর। ইউক্রেনের যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে রাজনীতি। ইউক্রেনের পাশে সামরিক অস্ত্র নিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে আমেরিকা, ব্রিটেনসহ নানা দেশ। এর মাঝে বারবার যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলেও তাতে কান দেয়নি রাশিয়া। রাশিয়ার আগ্রাসনকেই এবার অভিনব উপায়ে উত্তর দিল ইউক্রেন সেনা।
আরআরআর সিনেমায় ব্রিটিশদের বিরুদ্ধেও একই প্রতিবাদ জানিয়েছিলেন দুই চরিত্র। এবার তারই প্রতিফলন ঘটল ইউক্রেন যোদ্ধাদের ভিডিয়োতে। দুই মিনিটের ওই ভিডিয়োতে দেখা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির ভবনের বাইরের শুট করা হচ্ছে ওই যোদ্ধাদের দ্রুত বেগের নাচ। ভিডিয়োটি সমাজ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায়। ‘নাটু নাটু’ গানে এই অভিনব নাচ দেখে নেটিজেনরাও বেশ অভিভূত সন। কমেন্টে সে কথাও জানান তাঁরা। আআরআরআর-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা ওই ভিডিয়ো।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup