বাংলা নিউজ > টুকিটাকি > Bride Drugged Guests with Cannabis: বিয়ের কনে আর ক্যাটেরার মিলে বিয়ে বাড়ির সব অতিথিকে খাইয়ে দিল গাঁজা, অসুস্থ অনেকে

Bride Drugged Guests with Cannabis: বিয়ের কনে আর ক্যাটেরার মিলে বিয়ে বাড়ির সব অতিথিকে খাইয়ে দিল গাঁজা, অসুস্থ অনেকে

অতিথিদের খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল গাঁজা। 

গোপনে সকলের খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল গাঁজা পাতার রস। এই কারণে অনেকে অসুস্থও হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় কয়েক জনকে। 

কী কুক্ষণে যে এমন একটি বিয়ে বাড়িতে এসেছিলেন অতিথিরা! শেষ পর্যন্ত নেশা নিয়ে বাড়ি ফিরতে হল। অনেকের অবস্থা অবশ্য আরও খারাপ। টানা বমি, পেটের গণ্ডগোল। কেউ কেউ এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে, তাঁদের হাসপাতালে ভর্তি করতে হল। আর এই অসুস্থ হয়ে পড়ার কারণ খোদ বিয়ের কনেই।

ঘটনাটি কী ঘটেছে?

সম্প্রতি এক বিয়ে বাড়িতে সেই বিয়ের কনে এবং ক্যাটেরার মিলে অতিথিদের খাবারে মিশিয়ে দিয়েছিল গাঁজার রস এবং গাঁজা পাতা। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে। কারও মাথা ঝিমঝিম করতে থাকে। কেউ বমি শুরু করেন। কয়েক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পরে অতিথিদের কয়েক জন বিষয়টি পুলিশকে জানান। তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হয়তো খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। কিন্তু তার সঙ্গে নেশাভাবের সম্পর্ক থাকতে পারেন না। আর সেখান থেকে তদন্তে উঠে আসে গাঁজার বিষয়টি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।

কীভাবে খাওয়ানো হয়েছে গাঁজা?

অতিথিদের থেকে জানা গিয়েছে, খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল গাঁজা পাতার রস। সেখানেই শেষ নয়, পানীয় থেকে শুরু করে কেক, মিষ্টি— সবেতেই ছিল গাঁজা পাতা বা পাতার রস। আর তাতেই এমন ভয়াবহ অবস্থা হয় সকলের। পাউরুটি, ভাত আর শস পরীক্ষ করে তার মধ্যে গাঁজা পেয়েছে পুলিশ।

এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তারা এই কাজ কেন করে। তবে অনেকেরই ধারণা, নিছক মজা করতে গিয়েই বিষয়টি এমন মারাত্মক আকার নেয়।

বন্ধ করুন