Viral News: বেহুলা ভেসেছিলেন কলার ভেলায়। আর গ্যারি ভাসলেন কুমড়োর ভেলায়। কুমড়োর তৈরি ভেলায় করে প্রায় ৭৪ কিমি পাড়ি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা গ্যারি ক্রিস্টেনসেন। সম্প্রতি এতটা পথ পাড়ি দিয়ে তিনি বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন। ওয়াশিংটনের কলোম্বিয়া নদীর উপর ৭৩.৫ কিমি পথ যাত্রা করেছিলেন তিনি। যাত্রা শেষে বিশ্বরেকর্ডের (Guinness World Record) উপাধিও জোটে গ্যারির।
আরও পড়ুন - অস্কার নমিনেশন পেল কন্নড়ের এই শর্ট ফিল্ম, ফুটিয়ে তোলা হয়েছিল ভারতের লোককাহিনি
বহুদিন ধরেই এই রেকর্ড গড়ার স্বপ্ন ছিল গ্যারির। গ্যারির কথায়, অনেকদিন ধরেই তিনি কুমড়ো চাষ (Pumpkin Boat) করেন। একটি বিশাল কুমড়ো ফলবে তাঁর বাগানে, এই সাধ দীর্ঘদিনের। শেষ পর্যন্ত তাঁর সাধ পূরণ হল। প্রায় ছোট নৌকার সাইজের একটি কুমড়ো ফলিয়ে ফেলেন তিনি। এরপর সেই কুমড়ো নির্দিষ্ট আকারে কেটে বানিয়ে নেন নৌকা। নৌকা নিয়ে পাড়ি দেন কলোম্বিয়া নদীর উপর দিয়ে। প্রায় ৭৩.৫ কিমি পথ নৌকা বেয়েছেন গ্যারি। কুমড়োর নৌকা করে এই প্রথম কেউ এতটা পথ যাত্রা করল। আর তার জেরেই বিশ্বরেকর্ডের খেতাব জুটল গ্যারির কপালে।
আরও পড়ুন - ছটপুজোর প্রসাদ কমবেশি অনেকেই খেয়েছেন! কিন্তু ছট শব্দের অর্থ কি জানেন
৪৬ বছর বয়সি গ্যারি কুমড়োর একটি মজার নামও রেখেছেন। যেহেতু এই কুমড়োটি দিয়ে নৌকা তৈরি করা হয়েছে, তাই কুমড়োর নাম রাখা হয়েছে প্যাঙ্কি লফস্টার। প্রসঙ্গত, বড় বড় কুমড়োর চাষ ২০১১ সাল থেকেই করছেন গ্যারি। ২০১৩ সালে প্রথম একটি নৌকার মতো দেখতে কুমড়ো তৈরি করেন তিনি। এর পরেই সত্যিকারের নৌকা বানিয়ে ফেলার পরিকল্পনা মাথায় এসেছিল গ্যারির।
গিনিস জয় করার পর একটি সাক্ষাৎকারে গ্যারি জানাচ্ছেন, এই পরিকল্পনা তাঁর মাথায় অনেক আগেই এসেছিল। কুমড়ো দিয়ে নৌকা বানিয়ে সেটা চালানোর প্রস্তুতিও তিনি অনেক আগে থেকেই নেওয়া শুরু করে দিয়েছিলেন। অবশেষে তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে বলে জানাচ্ছেন গ্যারি। প্রসঙ্গত, ৭৩.৫ কিমি পথ পাড়ি দিতে গ্যারির ২৬ ঘন্টা সময় লেগেছে। কুমড়ো-নৌকাটির দৈর্ঘ্য ১৪ ফুট। ওজন প্রায় ৫৫৫ কেজি। এই নিয়েই তিনি পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। পাশাপাশি জিতে নিয়েছেন গিনিস রেকর্ড।