Water Toxicity: পানীয় জল খেয়েই ২০ মিনিটে প্রাণ হারালেন এক মহিলা। সম্প্রতি আমেরিকার এই ঘটনায় রীতিমতো সারা বিশ্বেই চাঞ্চল্য ছড়িয়েছে। কেন হল জানলে রীতিমতো চমকে উঠবেন।
1/10 কথায় বলে জলই জীবন। কিন্তু সে জল যে মৃত্যুর কারণও হতে পারে তা কে জানত! সম্প্রতি আমেরিকাতে জল খেয়েই মৃত্যু হল এক ৩৫ বছর বয়সি মহিলার। ২০ মিনিটেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা প্রাণ।
2/10 ৩৫ বছর বয়সি অ্যাশলে সামারস ২০ মিনিটে ২ লিটার জল খেয়েছিলেন। সেই জল খেয়েই অসু্স্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
3/10 নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঠাটাপোড়া রোদের জন্য প্রচণ্ড জলতেষ্টা পেয়েছিল। তাই ২০ মিনিটেই একবারে ২ লিটার জল শেষ করে ফেলেন অ্যাশলে। আর তার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
4/10 হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে। পরে জানা যায়, ওয়াটার টক্সিসিটি অর্থাৎ পানীয় জলের বিষক্রিয়াতে মৃত্যু হয়েছে অ্যাশলের। কী এই ওয়াটার টক্সিসিটি?
7/10 অতিরিক্ত জলের কারণে দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। অন্যদিকে খিঁচুনি, মস্তিষ্ক ফুলে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে থাকে। এই সবকিছুর শেষ ধাপ হল মৃত্যু।
9/10 তাহলে কত লিটার জল শরীরের জন্য স্বাভাবিক। বিজ্ঞানীদের কথায়, সারা দিনে ৩ লিটারের বেশি জল না খাওয়াই ভালো। শরীর থেকে জলের পরিমাণ কমে গেলে তখন সেই পরিমাণ ৪ লিটার হতে পারে।
10/10 ৩-৪ লিটারের বেশি জল খেলে তা মস্তিষ্ক সহ রক্ত সঞ্চালনে গুরুতর প্রভাব ফেলে। তাই জল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। রোজ কতটা জল খাওয়া হচ্ছে, তার একটি পরিমাপ রাখা জরুরি।