বেসরকারি স্কুলগুলি যেভাবে রমরমিয়ে চলছে, তাতে করে এখন সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ভীষণভাবে কমে গেছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা আরও বেশি কমে যাচ্ছে কারণ অনেক সময়ে বিভিন্ন কারণে অল্প বয়সেই তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কিছুটা এমনই চিত্র সামনে উঠে এসেছে উত্তরপ্রদেশের বেশ কিছু সরকারি স্কুলের। সরকারি স্কুলে দলছুট এই ছাত্রীদের স্কুলমুখী করে তোলার জন্য একটি অভিনব পদক্ষেপ নিলেন উত্তর প্রদেশ সরকার।
মেয়ে হওয়ার দরুন এমনিতেই ছাত্রীদের স্কুলে আসার ক্ষেত্রে বহু বাধা অতিক্রম করতে হয়। তার মধ্যে যদি মাসের ৪টি দিন অর্থাৎ মাসিক চলাকালীন বাড়িতে বসে থাকতে হয় তাহলে পড়াশোনায় আরও অনেক ক্ষতি হয়। ছাত্রীদের পড়াশুনার ক্ষতি যাতে না হয় তার জন্যই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
(আরও পড়ুন: জাতীয় সড়কের উপরে সাইনবোর্ডে ঝুলে স্টান্ট ব্যক্তির! 'রিলবাজি' খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে পুলিশ)
২০২৪-২৫ সালে তৈরি হওয়া শ্রী স্কিমের আওতায় ৫৩৫টি উচ্চ মাধ্যমিক এবং কম্পোজিট স্কুলে অধ্যায়নরত ৩৬,৭৭২ জন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ক্ষেত্রে ১.১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই অর্থ সংশ্লিষ্ট কিছু বিদ্যালয় পরিচালনা কমিটি ব্যয় করবে ছাত্রীদের পড়াশোনা বা অন্যান্য খাতে।
এই প্রসঙ্গে এক সরকারি কর্মকর্তা বলেন, গ্রামীন এলাকায় স্যানিটারি ন্যাপকিন এবং তার ব্যবহার সম্পর্কে এখনও পর্যন্ত অজ্ঞতা রয়েছে ছাত্রীদের মধ্যে। স্বাভাবিকভাবেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার ফলে স্কুলে অনুপস্থিতির হার অনেক বেশি বেড়ে যায় এবং কাপড় ব্যবহার করার ফলে ইনফেকশনের প্রবণতাও থেকে যায়। এই সমস্যা থেকে ছাত্রীদের মুক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
(আরও পড়ুন: বিকিনি পরার ইচ্ছা ছিল স্ত্রীর, আবদার রাখতে ৪১৮ কোটির দ্বীপ কিনলেন দুবাইয়ের ব্যবসায়ী)
বাজেটের অপব্যবহার যাতে না হয় তার জন্য উত্তরপ্রদেশের শিক্ষা মন্ত্রী সন্দীপ সিং এই বিষয়টি পর্যালোচনা করছেন। স্যানিটারি প্যাট কেনার ক্ষেত্রে এবং বিতরণ করার ক্ষেত্রে যাতে কোনওরকম অস্বচ্ছতা না থাকে, সেইদিকে কড়া নজর দিচ্ছেন তিনি। প্রত্যেকটি স্কুলে একটি কমিটি গঠন করা হবে প্যাড ক্রয় এবং বিতরণের উদ্দেশ্যে, যারা পুরো বিষয়টি পরিচালনা করবেন।
প্রসঙ্গত, এই পদক্ষেপ শুধুমাত্র ছাত্রীদের শিক্ষার উন্নতি ঘটাবে তা নয়, তাদের সার্বিক স্বাস্থ্যেরও উন্নতি করবে।